বেলাব প্রতিনিধি:
নরসিংদীর বারৈচা বাজার সুনালী ব্যাংকের বাখরনগর শাখায় অতিরিক্ত টাকা না দিলে মিলে না বয়ষ্ক ও প্রতিবন্ধী ভাতা, সেবার নামে প্রতিনিয়ত চলছে গ্রাহক হয়রানি। বিষয়টি খতিয়ে দেখে ব্যাবস্থা নেওয়া দাবি এলাকাবাসীর ও জনপ্রতিনিধিদের। Pkg: নরসিংদী বেলাব উপজেলার বারৈচা বাজার সুনালী ব্যাংকের বাখরনগর শাখায় দীর্ঘদিন যাবত সেবার বদলে চলছে গ্রাহক হয়রানি। সরকারের দেয়া বয়ষ্ক, প্রতিবন্ধী ভাতা সহ অন্যান্য ভাতা নিতে গেলে অফিসের স্টাফ ও দারুয়ানদের দিতে হয় অতিরিক্ত টাকা তা না হলে হয়রানির শিকার হচ্ছে গ্রাহকরা। এ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে সকল সেবা পেতে হলে আগে দিতে হয় টাকা। এসকল টাকা নেওয়া হয় ব্যাংকের স্টাফ হাবিব ও দারুয়ানদের হাত দিয়ে।এমন তথের ভিত্তিতে বাংলা টিভির ক্যামেরা সেখানে গেলে দেখা যায় ব্যাংকের সামনের গেইট বন্ধ রেখে পিছনের গেইট দিয়ে টাকার বিনিময়ে নেওয়া হচ্ছ..