খাজা নাজিমুল ওয়াছে, নবীনগর প্রতিনিধি: গত কাল ২৯ সেপ্টেম্বর বি-বাড়ীয়া জেলার নবী নগর থানার ৩ নং কৃষ নগর ইউনিয়নের গৌরনগর বাজারে আযর গ্রুপের দুলাল ও জয়নাল পূর্বে থেকে বাজারে অবস্থান করতেছিল। এই সময় পূর্ব শত্রুতার জের ধরে সরকার গ্রুপের মহউদ্দিন, আলাল, রাকিব, জালাল, মদন, সিরাজ সহ ১৫-২০ জন দেশিয় ধারালো অস্ত্র-সস্ত্র নিয়ে দুলাল ও জয়নালের উপর আতর্কিত হামলা করে। এই সময় দুইজনকে এলোপাতারি কুপিয়ে গুরুতর জখম করে। তখন স্থানীয় লোকজন দুলাল ও জয়নাল কে আহত অবস্থায় ব্রাহ্মণবাড়ীয় সদর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার দুলাল মিয়া কে মৃত ঘোষনা করে এবং উন্নত চিকিৎসার জন্য জয়নাল মিয়াকে ঢাকা নিয়ে যাওয়ার কথা বলে। পরে জয়নালকে ঢাকায় আইসিওতে ভর্তি করা হয়। এসময় গোজব ছড়ে জয়নাল মিয়াও মারা গেছে।এই খবরে এলাকায় ভয়াবহ আতংক বিরাজ করলে। নবী নগরের অফিসার ইনচার্জ আসলাম সিকদার শান্তি শৃংখলার জন্য এলাকায় দুটি পুলিশ ক্যাম্প স্থাপন করেন।এলাকার শান্তি শৃংখলা বজায় রাখার জন্য প্রশাসনকে কঠোর ব্যবস্থা গ্রহন করতে বলেন। অফিসার ইনচার্জ আসলাম সিকদার এর সাথে মুঠোফোনে কথা বললে জানান এই ব্যাপারে কোন মামলা হয়নি, তবে মামলার প্রস্তুতি চলছে।
ঘটনা চলমান……………