অপরাধ

দেবীদ্বারে থানার পুলিশের বিশেষ অভিযানে ০৬ ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেফতার

মোঃ নজরুল ইসলাম,(কুমিল্লা)প্রতিনিধি:
কুমিল্লা জেলা মাননীয় পুলিশ সুপার কমিল্লা মহোদয়ের নির্দেশে অফিসার ইনচার্জ দেবীদ্বার থানা নেতৃত্বে এস আই, এ এস আই ও ফোর্সদের সমন্বিত বিশেষ অভিযানে ২৪ ঘন্টায় ৬ ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার করা হয়। দেবীদ্বার থানার মানবিক অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান জানান কোন মাদক সেবন কারী মাদক ব্যবসায়ী চুর ছিনতাই কারী কাউকে ছাড় দেয়া হবে না। এই ব্যাপারে আমি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স গুসনা করলাম । দেবীদ্বার থানার সকল কর্মকর্তা খুব দক্ষ সব ধরনের আহাজারি সকল কিছুর পদক্ষেপ গ্রহণ করেছে। দেবীদ্বারের মাটিতে কোথাও মাদক ব্যবসায়ী মাদক সেবন কারী ইভটিজিং মারামারি কাটাকাটি সকল ধরনের দুসি যারা তাদের আইনের আওতায় আনা হবে সে যেই হোক না কেন আমি কাউকে ছাড় দিবো না। ১। সিআর- ১২/২১ মূলে মোঃ আবুল কাশেম(৫২), পিতা- মৃত হোসেন খান, সাং- ভানী, থানা- দেবীদ্বার, জেলা- কুমিল্লা। ২। সিআর- ১২/২১ মূলে মোঃ ফারুক(২৮), পিতা- আবুল কাশেম, সাং- ভানী, থানা- দেবীদ্বার, জেলা- কুমিল্লা। ৩। সিআর- ১২/২১ মূলে মোঃ সুমন(২৩), পিতা- আবুল কাশেম, সাং- ভানী, থানা- দেবীদ্বার, জেলা- কুমিল্লা। ৪। সিআর- ১০৯/২০ মূলে সাহেব আলী, পিতা- মৃত ফজলু মিয়া, সাং- আতাপুর, থানা- দেবীদ্বার, জেলা- কুমিল্লা। ৫। সিআর- ১০৯/২০ মূলে মামুন, পিতা- সাহেব আল, সাং- আতাপুর, থানা- দেবীদ্বার, জেলা- কুমিল্লা। ৬। সিআর- ২০৮/২১ মূলে নজরুল ইসলাম, পিতা- মৃত আজগর আলী, সাং- উজানীকান্দি, থানা- দেবীদ্বার, জেলা- কুমিল্লা। আজকে দেবীদ্বার থানার ফোর্স পাঠিয়ে গ্রেফতারকৃত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয় এ ব্যাপারে দেবিদ্বার থানার মানবিক অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান অনেক প্রশংসনীয় কাজ করে যাচ্ছেন। তারপর যে ৬জন আসামিকে গ্রেফতার করা হয়েছে এ সকল আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *