Featured রাজনীতি

দিনব্যাপী নানান কর্মসূচির মধ্য দিয়ে বিজয় দিবস পালন করেছে ভৈরব গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা

সমাধান ডেস্ক: ১৬ ডিসেম্বর সোমবার মহান বিজয় দিবসে প্রথম প্রহরে ঢাকা-সিলেট মহাসড়কের উপর নির্মিত মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য ভৈরব দুর্জয় পাদদেশে ভৈরব উপজেলা গণঅধিকার পরিষদের পক্ষ থেকে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। সকাল ৮টা ৩০ মিনিটে ভৈরব উপজেলা গণঅধিকার পরিষদের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলা ১২টায় কার্যালয় থেকে একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ভৈরব পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন, গণ অধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার যুগ্ম-আহ্বায়ক ও ভৈরব উপজেলা গণ অধিকার পরিষদের উপ-কমিটির সদস্য ইমতিয়াজ আহমেদ কাজল, গণ অধিকার পরিষদ ভৈরব উপজেলা শাখার নেতা শামসুল হক মামুন, জাহিদুল ইসলাম, নবী হোসেন, অন্তর মিয়া, হারুনুর রশিদ, শামিম সরকার, ভৈরব উপজেলা ছাত্র অধিকার পরিষদের সমন্বয়ক বীন ইয়ামিন জোনায়েদ সরকার ও ছাত্রনেতা আমজাদ হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *