মোঃ ছাবির উদ্দিন রাজু ভৈরব কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
টানা ৪র্থ বারের মতো কিশোরগঞ্জ -৬ আসনে নাজমুল হাসান পাপন নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।প্রশাসনের কড়া নিরাপত্তায় সকাল ৮ টা থেকে থেকে একটানা বিকাল ৪ টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়। কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
কিশোরগঞ্জ -৬ আসনে ১৪২ টি কেন্দ্রের মধ্যে ১৪২টি কেন্দ্রে নৌকা প্রতীক প্রার্থী নাজমুল হাসান পাপন পেয়েছেন ১৯৮১৫৫ ভোট, নিকটতম প্রতিদ্বন্ধী ইসলামি ফ্রণ্টের প্রার্থী হাজি রুবেল মোমবাতি প্রতীক পেয়েছেন ৩২০৬ ভোট, জাতীয় পার্টির নুরুল কাদের সোহেল লাঙল প্রতীক পেয়েছেন ৩০৫৬ ভোট, স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীক আবদুস সাত্তার ২৪৬৯ ভোট এবং সাংস্কৃতিক মুক্তিজোট এ্যাডঃ আয়ুব হোসেন ছড়ি প্রতীক ১২০৪ ভোট পেয়েছেন।
বেসরকারিভাবে নৌকা প্রতীক নাজমুল হাসান পাপন বিপুল ভোটে জয়ী হয়েছেন। ভোট গ্রহণ শেষে সহকারি রিটার্ণিং কর্মকর্তা ও ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম গোলাম মোর্শেদ খান ও কুলিয়ারচর সহকারি রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম আনুষ্ঠানিক ভাবে এ ফলাফল ঘোষণা করেন।
অদ্য দপুরবেলায় নাজমুল হাসান পাপনের ভবনে নেতাকর্মীরা তাকে ফুলের শুভেচ্ছা জানান।