মোঃ ছাবির উদ্দিন রাজু ভ্রাম্যমান প্রতিনিধি: ভৈরব উপজেলা কালিকাপ্রসাদ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী নৌকার মনোনয়ন প্রত্যাশী মো: লিটন মিয়ার জন্য গতকাল রবিবার বাদ আসর দোয়া ও মিলাদ পড়ানো হয় মো:লিটন মিয়ার নিজস্ব কার্যালয়ে । মিলাদে অংশ গ্রহন করেন কালিকা প্রসাদের সকল র্সবস্তরের জনগণ এবং নেতাকর্মীরা । দোয়া শেষে কালিকা প্রসাদের ৯টি ওয়ার্ড জনগণের সাথে মিছিল আকারে দেখা করেন এবং সর্থন চেয়ে দোয়ার দরখাস্ত করে তিনি বলেন আমার জন্য দোয়া করবেন কাল পরশু আওয়ামীলীগের দলীয় মনোনয়ন জমা দিতে যাচ্ছি আপনাদের ভালোবাসা আমাকে অবাক করেছে আমি আপনাদের কাছে ঋনি হয়ে গেলাম । আমাকে ভালোবেসে কয়েক হাজার লোক দাওয়াত ছাড়া ছুটে এসেছেন আপনাদের ভালোবাসা কোন দিন ভুলতে পারব না, আমি আপনাদের জন্যই চেয়ারম্যান হতে চাই । কালিকা প্রসাদ ইউনিয়ন গণ সংযোগ শেষে কালিকা প্রসাদ মিয়া বাড়ি মাঠে বক্তব্য দেন নেতারা , লিটন মিয়াকে সমর্থন জানিনে বক্তব্য রাখেন ভৈরব উপজেলা বিআরডিভি চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেন গতকাল যে ডেলিকেট ভোট হয় এটা কোন চূড়ান্ত সিদ্ধান্ত নয় এটি প্রার্থী যাচাই-বাছাইয়ের প্রথম ধাপ বলা চলে ,সেখানে মো:লিটন মিয়া ভালো ভোট পেয়েছেন কারণ কালিকা প্রসাদে ৬৫ টি ডেলিগেট ভোটার বানিয়েছিলেন মো: ফারুক মিয়া এবং মো:মাসুদ রানা তাদের বানানো ভোট হিসেবে মো: লিটন মিয়া একটি ভোট ও পাওয়ার কথা না, সেইখানে মো; লিটন মিয়া একাই পেয়েছেন ২৮ ভোট,মো:ফারুক মিয়া পেয়েছেন ৩০ ভোট,মো:মাসুদ রানা পেয়েছেন ২ ভোট তাদের বানানো ভোটে যদি মো:লিটন মিয়া ২৮ পেয়েছেন আমরা ধরে নিলাম লিটন মিয়া ৫৮ ভোট পেয়েছেন । আরেকটি কথা না বললেই নয় গতকালকের ভোটে কোন প্রার্থীর মনোনয়ন দেয়া হয়নি যারা এগুলো বলে বেড়াচ্ছে তারা গুজব ছড়াচ্ছে এটি আদো সত্য নয় । সাবেক কালিকা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বসির উদ্দিন বসু তার বক্ত্যবে বলেন মো: লিটন মিয়ার পাশে জনগণ রয়েছে এবং আওয়ামীলীগের সিংহভাগ কর্মী আছেন ইনশাআল্লআহ নৌকার দলীয় মনোনয়ন মো: লিটন মিয়া পাবেন এটা আমার বিশ্বাস কারণ জনগণ মো:লিটন মিয়াকে চাই । কয়েক হাজার লোকের উপস্থিতে ইউনিয়নের নেতাদের মধ্যে আরো বক্তব্য রাখেন মোঃ সিরাজুল ইসলাম কৃষি বিষয়ক সম্পাদক ভৈরব উপজেলা আওয়ামী লীগ, মোঃ নজরুল আহমেদ বিপ্লব ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ,মোঃ লতিফ মিয়া প্যানেল চেয়ারম্যান, মোঃ ফজলুল কবির সাবেক চেয়ারম্যান, হাজী মোঃ আসাদ উল্লাহ উপজেলা আওয়ামী লীগ নেতা,বীরমুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান ম্যাম্বার,মোঃ জিয়া উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সাধারণ সম্পাদক, এছাড়াও বিভিন্ন ওয়ার্ডের সভাপতি – সাধারণ সম্পাদক ও কালিকাপ্রসাদ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং যুকবৃন্দ দোয়া ও মিছিলে অংশ গ্রহন করেন।
Related Articles
সিরাজ হত্যকান্ডে জড়িত মূল খুনি আটক এলাকায় স্বস্তি
মোঃ জসিম উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি: পুলিশের বিশেষ অভিযানে শ্রীমঙ্গলে সিরাজ হত্যাকান্ডের মুল আসামী আহাদ মিয়া( ৩০)কে গ্রেফতার করেছে পুলিশ । তার গ্রামের বাড়ি পশ্চিম লইয়ারকুল গ্রাম থেকে পুলিশ বুধবার দিবাগত ভোরসকালে আটক করে। এসময় পুলিশ তার কাছ থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ছোড়া উদ্ধার করে । এদিকে দ্রুততমসমযে মূল খুনিকে আটক করতে পারায় এলাকার জনসাধারণ স্বস্তি প্রকাশ […]
ভৈরবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী পালিত
মো: রফিকুল ইসলাম রুবেল, ভৈরব ( কিশোরগঞ্জ )প্রতিনিধি!! কিশোরগঞ্জের ভৈরবে উপজেলা ও পৌর আওয়ামীলীগের উদ্যোগে যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিসিবি সভাপতি ও সংসদ সদস্য আলহাজ্ব নাজমুল হাসান পাপন, পৌর মেয়র ইফতার হোসেন বেনু, কিশোরগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন কাজল, […]
ভৈরবে বিএনপি নেতাকর্মীদের শোক সভা ও দোয়া মাহফিল
রফিকুল ইসলাম রুবেলঃ ভৈরবে বিএনপির শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন প্রধান অথিতি কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম, বিশেষ অথিতি জাতীয়তাবাদী সেচ্ছাসেবকদলের কেন্দ্রিয় কমিটির সাধারন সম্পাদক আব্দুল কাদের ভুইয়া জুয়েল, ভৈরব উপজেলা বিএনপির সদস্য সচিব আরিফুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক হাজী মো: শাহিন, ভৈরব উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মস্তো মিয়া, […]