চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন আসকার দীঘির পাড় এলাকায় একটি মন্দির ও পাশের বস্তিতে প্রায় অর্ধশতাধিক বস্তিঘর পুড়ে গেছে। এই ঘটনায় নিহত হয়েছেন এক ব্যক্তি। তার নাম অরুণ চক্রবর্তী (৫৫)।
বৃহস্পতিবার রাতে এই অগ্নিকাণ্ড ঘটে। চট্টগ্রাম ফায়ার সার্ভিস বিভাগের সহকারী পরিচালক জসিম উদ্দিন অগ্নিকাণ্ডে একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে আসকারদীঘির পশ্চিম পাড়ে স্থানীয় লোকনাথ মন্দির ও পাশের বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট থেকে ১১টি গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। রাত ৮টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা মন্দিরের ব্রহ্মচারী অরুণ চক্রবর্তীকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত ৯টার দিকে তার মৃত্যু ঘটে।
অপরদিকে আগুনে বস্তির প্রায় অর্ধশতাধিক ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ তাৎক্ষণিক ক্ষয়ক্ষতি নিরূপণ করতে পারেনি। ক্ষতিগ্রস্তরা সবাই নিম্ন আয়ের লোক বলে স্থানীয়রা জানিয়েছে।