জীবনযাপন

বেড়েছে সবজির দাম

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর অধিকাংশ কাঁচাবাজারে গত সপ্তাহের তুলনায় গড়ে প্রতি কেজি সবজিতে ৫ টাকা থেকে ১০ টাকা বেড়েছে।

শুক্রবার রাজধানীর জিগাতলা, রায়ের বাজার কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজারে গিয়ে দেখা গেছে, বেগুনের দাম গত সপ্তাহের তুলনায় ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকায়।

এছাড়া প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে ১০ টাকা বেড়ে ৪০ টাকা, টমেটো ৮৫ থেকে ৯০ টাকা, ভেণ্ডি ১০ টাকা বেড়ে ৪০ টাকা, পটল ৪০ টাকা, বরবটি ৪৫ টাকা এবং কাকরোল বিক্রি হচ্ছে ৪০ টাকা।

কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৮০ টাকা, পেঁপে ২৫ টাকা, করলা ৪৫ থেকে ৫০ টাকা, গাজর ৬০ টাকা, আলু ২০ টাকা, প্রতি পিস বাঁধাকপি আকারভেদে ৪০ থেকে ৪৫ টাকা, প্রতি পিস ফুলকপি ৩০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা।

ধনিয়াপাতা কেজি ৯০ টাকা, কাচাকলা হালি ৩০ টাকা, লাউ প্রতি পিস আকারভেদে ৫০ থেকে ৬০ টাকা, এছাড়া কচুর ছড়া ৪০ টাকা, লেবু হালি ২০ টাকা।

এদিকে ব্রয়লার মুরগির দাম অপরিবর্তিত রয়েছে। প্রতি কেজি ১৬০ টাকা, কক মুরগি ২১০ টাকা কেজি। গরুর মাংস ও খাসির মাংস বিক্রি হচ্ছে সরকারের নির্ধারণ করা দামেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *