Featured অপরাধ

চট্টগ্রামের আইনজীবী এডঃ আলিফ হত্যা মামলার প্রধান আসামী চন্দন ভৈরবে আটক।

খোরশেদ আলম বিশেষ প্রতিনিধিঃ বহুল আলোচিত চট্টগ্রাম আদালতের আইনজীবী এডভোকেট সাইফুল ইসলাম আলিফ কে হত্যার প্রধান আসামী চন্দন ৩৫ কে গ্রেফতার করেছে ভৈরব থানা পুলিশ। বুধবার ৪ ডিসেম্বর রাত ১২টায় দিকে ট্রেন থেকে নেমে শ্বশুর বাড়িতে যাওয়ার প্রাক্কালে ভৈরব রেলওয়ে স্টেশন থেকে তাকে আটক করে ভৈরব থানার পুলিশ। চন্দন চট্টগ্রাম বান্ডেল রোডের সেবক কলোনীর মেথরপট্রি এলাকার বাসিন্দা। পুলিশ জানায় ভৈরব বাজার রেলওয়ে স্টেশন থেকে ট্রেন থেকে নেমে শ্বশুর বাড়ি মেথরপট্রি যাওয়ার কথা ছিল চন্দনের। বর্তমান চন্দনকে ভৈরব থানা হেফাজতে রাখা হয়েছে। ভৈরব থানার ওসি মোঃ শাহিন মিয়া জানান,, ঘটনার পর মামলা হলে প্রধান আসামী চন্দনকে ধরতে চট্টগ্রাম ডিবি পুলিশ গত দুইদিন ধরে ভৈরবে অবস্থান করছিল ডিবি জানতে পারেন চন্দনের শ্বশুর বাড়ি ভৈরবে। বুধবার তথ্য প্রযুক্তির মাধ্যমে জানতে পারে চন্দন ভৈরবে অবস্থান করছেন। তারপর ভৈরব থানার সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ গত ২৬নভেম্বর চট্টগ্রামের এসিদত্র একটি ভবনের সামনে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ কে হত্যা করা হয়। ওই হত্যা মামলার প্রধান আসামী চন্দন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *