মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্) ডিএমপি গেন্ডারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ সাজু মিঞা পি.পি এম এর নেতৃত্বে এস.আই পলাশ কুমরা রায় ও এএসআই মোঃ অলিউল ইসলাম এক মাকদ বিরোধী অভিযান চালিয়ে থানাধীন কেবি রোড এলাকা থেকে ১ কেজি গাজাসহ ১৭ ই কেবি রোডস্থ আঃ মমিনের পুত্র তানবীর (২৪) কে গ্রেফতার করেছে। এ্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নং-১(৭)২১ ইং, দায়ের করা হয়েছে। এস.আই নূর মোহাম্মদ মামলাটির তদন্ত করছেন। এছাড়া অপর এক অভিযানে এস.আই মোঃ মিজানুর রহমান ও এএস.আই তপন কুমার রায় থানাধীন ২৩নং স্বামীবাগ থেকে ১৫টি ইয়াবা সহ মোঃ মোর্শেদ আলম (২০)-কে গ্রেফতার করেছে। এব্যাপারে মামলা নং-৪(৭)২১ দায়ের করা হয়েছে। থানার এস.আই মোঃ আলম বাদশা মামলাটির তদন্ত করছেন বলে এ প্রতিবেদক দৈনিক সোনালী বার্তার সহকারী সম্পাদক, সমাধান টিভি ডটকম এর ব্যবস্থাপনা পরিচালক এবং সততা ও বস্তুনিষ্ট সাংবাদিকতায় একাধিক স্বর্ণপদক পুরস্কার প্রাপ্ত লেখক-কবি কলামিষ্ট মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্) কে এক সাক্ষাতে জানান।
Related Articles
ব্রহ্মনবাড়ীয়ায় ইয়াবা ও গাঁজা সহ ১জন গ্রেফতার
মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্): ব্রাহ্মনবাড়ীয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরানুল ইসলামের নেতৃত্বে এস আই আব্দুল মোত্তালেব ও এ এসআই মোঃ সেলিম উদ্দিন থানাধীন ভাদুঘরস্থ নগর পাড়া থেকে ৬৯ টি ইয়াবা ও ১কেজি গাঁজা সহ মোঃ কাওছার মিয়া (৩৬) কে গ্রেফতার করেছে। ইয়াবা সহ কাওছারকে গ্রেফতারের সময় ১কেজি গাঁজা ফেলে সফিক মিয়া নামে […]
খিলগাঁও এ ফেন্সিডিল ও ইয়াবাসহ ৪জন গ্রেফতার
মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্): ডি এম পি খিলগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ সালাহ্ উদ্দিন মিয়া পি পি এম এর নেতৃত্বে এস আই মোঃ বদরুল আল আমিন ও এ এস আই মোঃ সেলিম থানাধীন ত্রিমোহনি ব্রিজের নিচ থেকে ৮ বোতল ফেন্সিডিলসহ মোঃ রায়হান হাসান (১৭) কে এবং মোছাঃ সাফুরা (৫০) কে ৪বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে। […]
ভৈরবে সাত পতিতা ও খদ্দের আটক [ভিডিও]
মো: শাহনুর, ভৈরব প্রতিনিধি।। ভৈরবে কমলপুর গোধলী সিটি এলাকায় অসামাজিক কাজে লিপ্ত থাকায় নারী পুরুষসহ সাত জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো মেহেদী (২৫) রাজু মিয়া (২১) সুবর্না আক্তার (২৬) সুমী(২০) মুক্তা (২২) ঝর্না (৩০) ও বিউটি। উপ-পরিদর্শক মহসিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে গোধলী সিটির পিছনে সিদ্দিক মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে অসামাজিক […]