মোঃ নজরুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার তিতাসে গৃহবধূ রেশমা হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।
বুধবার সকালে মুরাদনগর উপজেলার পালাসুতা জাহাঙ্গীর মার্কেট এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এলাকাবাসীর আয়োজনে মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেয়।
নিহত গৃহবধূ রেশমা মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের পালাসুতা গ্রামের প্রবাসী দেলোয়ার হোসেনের মেয়ে ও তিতাস উপজেলার কলাকান্দি গ্রামের গোলাম মোস্তফার ছেলে ব্যবসায়ী আবুল কালামের স্ত্রী।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, তিন বছর পূর্বে তিতাস উপজেলার কলাকান্দি গ্রামের গোলাম মোস্তফার ছেলে আবুল কালামের সাথে পারিবারিক ভাবে রেশমার বিয়ে হয়। রেশমার জামাই প্রায় টাকার জন্য তাকে চাপ দিতো। টাকার জন্যই নির্মম নির্যাতনের শিকার হয়ে খুন হয় গৃহবধূ রেশমা বেগম। পরিকল্পিতভাবে এই হত্যার অভিযোগে ১০ জনকে আসামি করে তিতাস থানায় মামলা দায়ের করা হয়। কিন্তু মামলার ৫দিন অতিবাহিত হলেও পুলিশ আসামিদের গ্রেফতার করতে পারেনি। অবিলম্বে আসামিদের গ্রেফতারের দাবি জানান বক্তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মোশশারফ হোসেন, আক্তার হোসেন, সাহিদুল ইসলাম, ইব্রাহিম খলিল, নিহতের বাবা দেলোয়ার হোসেন ও জেবন্নেসা।
তিতাস থানা ওসি মোহাম্মদ মামুনুর রশীদ বলেন, নিহতের লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেলে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারন জানা যাবে।