সমাধান ডেস্ক: আলাদা ২ মামলায় কোটা সংস্কার আন্দোলনকারী সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসানসহ ৩ নেতার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুদ এই আদেশ দেন। রিমান্ডপ্রাপ্ত অপর ২ আসামি হলেন- মো. মশিউর রহমান ও জসিম উদ্দিন।
গত ৯ এপ্রিল দিবাগত রাত থেকে চারটা থেকে ১৬ ঘণ্টার মধ্যে শাহবাগ থানাধীন টিএসসি মোড় দিয়ে দোয়েল চত্তর মোড়ে পুলিশের কাজে বাধা ও ইটপাটকেল নিক্ষেপ ও জনসাধারণের যানবাহন ভাঙচুরের পৃথক ২ মামলায় এই রিমান্ড দেয় আদালত। একই সঙ্গে রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করা অপর আসামি মো. তরিকুল ইসলামের পরীক্ষা থাকায় তার রিমান্ড আবেদনের শুনানি পিছিয়ে আগামী ১৭ জুলাই ধার্য করা হয়েছে।
আসামিদের পক্ষে আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া রিমান্ডের আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। সে আবেদনের ওপর শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুদ আসামিদের জামিনের আবেদন খারিজ করে প্রত্যেককে দুইদিন করে রিমান্ডের আদেশ দেন।