কুলিয়ারচরে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, পীযুষ কান্তি ঘোষ ( শিক্ষক ) সভাপতি, বিজয় দাশ সাধারণ সম্পাদক নির্বাচিত
প্রবীর চন্দ্র সূত্রধর শুম্ভ, কুলিয়ারচর ( কিশোরগঞ্জ ) প্রতিনিধি :
ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ এ স্লোগানকে ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলিয়ারচর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
(২৪ জুন) শনিবার বিকাল ০৩ ঘটিকায় কুলিয়ারচর কেন্দ্রিয় কালীবাড়ীতে এ সম্মেলন অনুষ্ঠিত। কুলিয়ারচর উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক শ্রীযুক্ত বাবু পীযূষ কান্তি ঘোষের সভাপতিত্বে ও সদস্য সচিব শ্রীযুক্ত বাবু প্রমোদ রঞ্জন ভৌমিক এর সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এড: ভূপেন্দ্র ভৌমিক দোলন,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কার্যনির্বাহী কেন্দ্রিয় কমিটি যুগ্মসাধারণ সম্পাদক (বিশিষ্ট শিক্ষাবিদ) শ্রীযুক্ত বাবু শুভাশীষ বিশ্বাস সাধন।প্রধান বক্তা: শ্রীযুক্ত বাবু বিপ্লব কুমার দে সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রিয় কমিটি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীযুক্ত বাবু নারায়ন দত্ত প্রদীপ কার্যনিবাহী সদস্য, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও সিনিয়র সহ-সভাপতি, জেলা পূজা উদযাপন পরিষদ কিশোরগঞ্জ, শ্রীযুক্ত বাবু প্রদীপ কুমার সরকার সাধারণ সম্পাদক, জেলা পুজা উদযাপন পরিষদ কিশোরগঞ্জ।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলিয়ারচর উপজেলা শাখার সম্মেলনে প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে পীযুষ কান্তি ঘোষ ( শিক্ষক ) ও সাধারণ সম্পাদক পদে বিজয় দাশ নির্বাচিত হন।