মুহাম্মদ ছাবির উদ্দিন রাজু কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কুলিয়ারচরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ডাকাত দলের ৩ সদস্যকে আটক করেছে কুলিয়ারচর থানা পুলিশ। সোমবার দিবাগত রাত অর্থাৎ মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাত আনুমানিক দেড়টার দিকে ভৈরব- কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের দ্বাড়িয়াকান্দি কান্দিগ্রাম কাঠালতলী নামক স্থানে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদ পেয়ে কুলিয়ারচর থানার এসআই মো. মনিরুজ্জামান ফোর্স নিয়ে ওই স্থানে অভিযান চালিয়ে দেশীয় ও চাইনিজ অস্ত্রসহ ডাকাত দলের ৩ সদস্যকে আটক করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের ৮/১০ জন সদস্য পালিয়ে যায়। আটককৃতরা হলো, কুলিয়ারচর পৌর এলাকার তাতারকান্দি মহল্লার মো. আউয়াল মিয়ার ছেলে মো. স্বপন মিয়া (২৪), মো. আবু কালাম মিয়ার ছেলে মো. রাতুল (২২) ও সিতা লাল মিয়ার ছেলে মো. রিয়াজ উদ্দিন(২২)। এই ব্যাপারে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আটককৃত ডাকাত দলের ৩ সদস্যের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি আইনে মামলা রুজু করে তাদেরকে কিশোরগঞ্জের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Related Articles
কিশোরগঞ্জের কটিয়াদিতে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদ করায় স্কুল শিক্ষকের ওপর হামলা ও মিথ্যা মামলা: স্থানীয়দের মানববন্ধন
মাসুদুল ইসলাম সবুজ, কটিয়াদী প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে একদল দুষ্কৃতিকারী অবৈধভাবে বালু উত্তোল করে আসছে দীর্ঘদিন যাবৎ। এর বিরুদ্ধে প্রতিবাদ ও জবানবন্দি দেয়ার জন্য স্থানীয় স্কুল শিক্ষক কামাল উদ্দিনের উপর হামলা করা হয় এবং চাঁদাবাজির মিথ্যা মামলা দেয়া হয়। এই হামলা সুষ্টু বিচার ও মিথ্যা মামলার প্রত্যাহারে দাবিতে স্থানীয় আশ্রয় সামাজিক সংগঠন এর উদ্দ্যোগে এক মানববন্ধনের […]
ভৈরব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিস সহকারি পরিচয় দিয়ে থানায় জি ডি
সোহেলুর রহমান, ভৈরব প্রতিনিধি ॥ কিশোরগঞ্জের ভৈরবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব সার্কেলের অফিস সহকারি পরিচয়ে মারামারি ও ভাংচুরের ঘটনায় চার জনকে বিবাদী করে গত ৪ জুলাই ভৈরব থানায় একটি জি ডি করেছে আবুল কালাম নামে এক যুবক। আবুল কালাম আমলাপাড়া গ্রামের আক্তার হোসেনের ছেলে। বিবাদীরা হলো আমলাপাড়া এলাকার রিপন, জীবন, দ্বীন ইসলাম ও রুবেল। জানা […]
ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের দাবি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সংক্রান্ত ডিজিটাল মামলাসহ যে কোনো মামলার বিচারিক ক্ষমতা কেবলমাত্র প্রেস কাউন্সিলকে দেয়ার দাবি জানিয়েছে ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফবিজেও)। সংগঠনটির দাবি, দেশের বিভিন্ন খাতের উন্নয়নের মতো সাংবাদিকদেরও উন্নয়নেও পৃথক বাজেট দিতে হবে। আজ বুধবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানায় তাঁরা। মানববন্ধনে বক্তারা […]