মুহাম্মদ ছাবির উদ্দিন রাজু, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ দশম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ষষ্ঠ ধাপের তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৩১ জানুয়ারি সারাদেশের ন্যায় কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনী তফসিল ঘোষণা হওয়ার পর থেকে রামদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রার্থীতা ঘোষণা দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কোমর বেধেঁ ভোটের মাঠে লড়াইয়ে নেমেছেন কুলিয়ারচর উপজেলা প্রেসক্লাবের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক, জাতীয় দৈনিক খোলা কাগজ ও স্থানীয় দৈনিক আমার বাংলাদেশ এর কুলিয়ারচর উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোছা. শুভ্রা। রামদী ইউনিয়নের অনন্ত মনোহরপুর রায়ান গ্রামের সুফি সাধক শাহ্ মুহাম্মদ লূৎফর রহমানের দ্বিতীয় কন্যা সকলের চেনা মুখ সাংবাদিক মোছা. শুভ্রা এ নির্বাচনকে ঘিরে ইতোমধ্যেই তাঁর নির্বাচনী এলাকার প্রায় প্রতিটি গ্রামে ও পাড়ায় পাড়ায় গিয়ে গণসংযোগ করে ভোটারদের খোঁজ খবর নিচ্ছেন। চেষ্টা করছেন মানুষের সুখে দুঃখে পাশে থাকতে। নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে সাংবাদিক মোছা. শুভ্রা তার সহকর্মী সাংবাদিকদের বলেন, আমি একজন সংবাদকর্মী হিসেবে কাজ করার সুবাদে মানুষের সমস্যাবলী খুব কাছ থেকেই দেখে আসছি। তৃনমূল পর্যায়ের জনপ্রতিনিধি, বিশেষ করে মেম্বার ও চেয়ারম্যানদের কাছে মানুষের প্রত্যাশা কি তা উপলব্ধী করার চেষ্টা করেছি। আর এই জন্যই আমার নির্বাচনে অংশ নেওয়া। মহান আল্লাহ পাক যদি রহমত করেন তবে আমি সর্ব অবস্থায় মানুষের সুখে দুঃখে তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। এ নির্বাচনকে ঘিরে রামদী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য প্রার্থীরাও তাঁদের নিজেদের প্রস্তুতি গ্রহনের পাশাপাশি গণসংযোগ করে ভোটারদের মন জয় করার চেষ্টা করে যাচ্ছে। উল্লেখ্য, গত শনিবার (১৮ নভেম্বর) বিকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে ঘোষিত তফসিল অনুযায়ী ৬ষ্ঠ ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩ জানুয়ারী। মনোনয়নপত্র যাচাই-বাছাই ৬ জানুয়ারী, প্রত্যাহারের শেষ দিন ১৩ জানুয়ারী। আর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৩১ জানুয়ারী।
Related Articles
ভৈরবে সাংবাদিক সহ বিএনপির পাঁচ নেতাকর্মী আটক, কাল হরতাল
মোঃ ছাবির উদ্দিন রাজু ভৈরব ( কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমসহ পাঁচজনকে ভৈরবের একটি বাসা থেকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আটক করার অভিযোগ উঠেছে। আজ শনিবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ভৈরবের কমলপুর এলাকা থেকে বিএনপির এই নেতাকর্মীকে আটক করা হয় বলে দাবি করেন বিএনপি চেয়ারপারসন […]
গণঅধিকার পরিষদ ভৈরব উপজেলা শাখার গজারিয়া ইউনিয়ন কমিটি গঠনের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
রিপোর্টঃ শামসুল হক মামুন ।কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়ন কমিটি গঠনের লক্ষে কালী নদী ব্রীজ সংলগ্ন এলাকায় আলোচনা সভার আয়োজন করা হয় । গজারিয়া ইউনিয়ন কমিটি করার জন্য ৯টি ওয়ার্ডের সাধারণ জনতা মিটিংয়ে উপস্থিত ছিলেন । তারা গণঅধিকার পরিষদে থাকবে আগামী দিনের রাজনীতির পরিবর্তনের লক্ষ্যে । তারা গণঅধিকার পরিষদ কে শক্তিশালী করতে ও জনগণের […]
ভৈরবে মৎস্য সপ্তাহে পোনামাছ অবমুক্তকরণ
জয়নাল আবেদীন রিটন, বিশেষ প্রতিনিধি: মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধি দেশ করি-এই স্লোগানকে প্রতিপাদ্য করে দেশব্যাপী উদযাপিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ। দিবসটি উপলক্ষ্যে কিশোরগঞ্জের ভৈরবে মাছের পোনা অবমুক্তকরণ ও মৎস্য খামারিদের মাঝে একটি পিকআপভ্যান প্রদান করা হয়। আজ রোববার দুপুরে উপজেলা পরিষদ কমপ্লেক্সের পুকুরে রুই ও বাউশ মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, […]