রিপোর্ট:শামসুল হক মামুন : কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার কালিকা প্রসাদ কুমির মারা সাবেক ২নং ওয়ার্ড কবরস্হানের কাজের জন্য কবরস্হানের ৫ দফায় ৫১ টি গাছ এলাকার জণগণ এবং কমিটির উপস্থিতিতে ডাকের মাধ্যমে মোট ১লক্ষ ৬১ হাজার ৭০০ টাকা গাছ বিক্রি করা হয় কবরস্থানের সংস্কণের জন্য ।কুমির মারা কবরস্থান সামাজিক কবরস্থান যার মালিক জণগণ এটি সরকারি নয়। এলাকার মানুষের দান কৃত জমি ২গন্ডা জমি আমরা নতুন কমিটি কবরস্থানের নামে ক্রয় করেছি।বিগত কয়েক দিন যাবৎ অনলাইন মিডিয়া কবরস্থান কমিটির নামে মিথ্যা মনগড়া সংবাদ ছড়াচ্ছেন । ১০ লক্ষ টাকার গাছ নাকি আমরা বিক্রি করেছি ১০০ থেকে দেড় শ গাছ বিক্রি করেছি কবরস্থান নিয়ে সরযন্ত্র করা হচ্ছে যারা না জেনে বলেছেন আপনারা কবরস্থানে এসে দেখুন এখনো গাছের গুড়া মাটিতে আছে দেখেন কয়টা গাছ বিক্রি হয়েছে আর টাকা যা পেয়েছি তা সবার সামনে ডাকে বিক্রি হয়েছে । সাংবাদিকদের এ কথা বলেন কবরস্থান কমিটির সভাপতি বরজু মেম্বার ।আমাদের নামে উপজেলায় মিথ্যা যে অভিযোগ দেয়া হয়েছে উপজেলা নির্বাহী অফিসার সাদিকুর রহমান সবুজ স্যার বিনীত অনুরোধ থাকবে সুষ্ঠুভাবে তদন্ত করে দেখুন । কবরস্থান কমিটির কোষাদক্ষ হাজী মো: হেলাল উদ্দিন বলেন এই কবরস্থানটি আমাদের হাত ধরে তিল তিল করে আজকে একটি সুন্দর পরিবেশ হয়েছে অন্যান কবরস্থঅন আমাদের কবর দেখলে বুঝবেন কত সুন্দর এবং কত কাজ হয়েছে আমাদের নামে যে গাছ কেটে টাকা আত্বসাৎ করার অভিযোগ করেছেন আপনারা চাইলে গাছ গুলো গুনে দেখতে পারেন আর গাছ বিক্রি হয়েছে সকলের সামনে এখানে চুরি দারি কিছু নাই যারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য অপবাদ লটাচ্চেন মান সম্মান নষ্ট করছেন আমাদের কমিটির কাছে সকল হিসাব আছে যে কেই চাইলে দেখতে পারবেন । মিথ্যা অপবাদের বিরুদ্ধে কবরস্থান কমিটি ও এলাকার জনগণ প্রতিবাদ জানিয়েছেন ।আজকে বেলা ১১ ঘটিকায় কবরস্থান প্রাঙ্গনে এক প্রতিবাদ সভা হয়। এসময় কবরস্থান কমিটি র্পূবের কমিটির কাছে বর্তমান কমিটি হিসাব চেয়েছেন এবং প্রতিবাদ সভায় কমিটির সভাপতি,সাধারণ সম্পাদক, কোষাদক্ষ,উপদেষ্টা মন্ডলী এলাকাবাসী ক্ষুব প্রকাশ করেন।
Related Articles
মুরাদনগরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দিলেন প্রধানমন্ত্রীকে কটুক্তিকারী
মোঃ নজরুল ইসলাম মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগরে প্রধানমন্ত্রীকে কটুক্তির অভিযোগে ডিজিটাল সিকিউরিটি আইনে মামলার আসামি প্রতারক হাবিবুর রহমান হাবিব এবার মামলা দিলেন ১০ পেশাদার সাংবাদিকের বিরুদ্ধে। মামলাবাজ হাবিব চাঁদাবাজি, নারী নির্যাতনসহ বেশ কয়েকটি মামলার আসামি। সম্প্রতি ওই প্রতারকের নেতৃত্বে মুরাদনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব আলম আরিফসহ ৪ সাংবাদিকের ওপর হামলা এবং অলিখিত নন জুডিশিয়াল […]
ভৈরবে বৈধ ‘র চেয়ে রেলওয়ের অবৈধ বিদ্যুৎ সংযোগ বেশি
সমাধান ডেস্কঃ ভৈরবে রেলওয়ের বৈধর চেয়ে অবৈধ বিদ্যুৎ সংযোগ বেশি অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে মাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে পকেট ভারী করছে দায়িত্বে থাকা উর্ধ্বতন উপ-সহকারি বিদ্যুৎ বিতরন কর্মকর্তা । তিনি যোগদানের পর থেকে রেলওয়ের বিদ্যুৎ বিতরন কেন্দ্রের আওতায় ভৈরব-নরসিংদীর রায়পুরা মেথিকান্দা, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও কিশোরগঞ্জ পর্যন্ত রেলওয়ের অধীনে প্রায় দেড় শতাধিক বিদ্যুৎ লাইন […]
কুলিয়ারচরে ড্রাগ সুপারভাইজার ও মানবাধিকারকর্মী পরিচয়ে চাঁদাবাজি: নারীসহ আটক ৪
জয়নাল আবেদীন রিটনঃ কিশোরগঞ্জের কুলিয়ারচরে ড্রাগ সুপারভাইজার,মানবাধিকারকর্মী ও সাংবাদিক পরিচয়ে বিভিন্ন ফার্মেন্সিতে চাদাবাজি করতে গিয়ে জনতার হাতে চারজন আটক হয়েছেন নারীসহ চার প্রতারক। পরে আটককৃত চারজনকে পুলিশে সোপর্দ করেন উপস্থিত লোকজন। আটককৃতরা হলো,ভৈরব শহরের চন্ডিবেড় গ্রামের বাচ্চু মিয়ার স্ত্রী হনুফা বেগম ওরফে পোশন, নরসিংদীর বেলাব থানাধিন লক্ষিপুর গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে ইউসুফ ভুইয়া, নরসিংদীল […]