রিপোর্ট:শামসুল হক মামুন : কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার কালিকা প্রসাদ কুমির মারা সাবেক ২নং ওয়ার্ড কবরস্হানের কাজের জন্য কবরস্হানের ৫ দফায় ৫১ টি গাছ এলাকার জণগণ এবং কমিটির উপস্থিতিতে ডাকের মাধ্যমে মোট ১লক্ষ ৬১ হাজার ৭০০ টাকা গাছ বিক্রি করা হয় কবরস্থানের সংস্কণের জন্য ।কুমির মারা কবরস্থান সামাজিক কবরস্থান যার মালিক জণগণ এটি সরকারি নয়। এলাকার মানুষের দান কৃত জমি ২গন্ডা জমি আমরা নতুন কমিটি কবরস্থানের নামে ক্রয় করেছি।বিগত কয়েক দিন যাবৎ অনলাইন মিডিয়া কবরস্থান কমিটির নামে মিথ্যা মনগড়া সংবাদ ছড়াচ্ছেন । ১০ লক্ষ টাকার গাছ নাকি আমরা বিক্রি করেছি ১০০ থেকে দেড় শ গাছ বিক্রি করেছি কবরস্থান নিয়ে সরযন্ত্র করা হচ্ছে যারা না জেনে বলেছেন আপনারা কবরস্থানে এসে দেখুন এখনো গাছের গুড়া মাটিতে আছে দেখেন কয়টা গাছ বিক্রি হয়েছে আর টাকা যা পেয়েছি তা সবার সামনে ডাকে বিক্রি হয়েছে । সাংবাদিকদের এ কথা বলেন কবরস্থান কমিটির সভাপতি বরজু মেম্বার ।আমাদের নামে উপজেলায় মিথ্যা যে অভিযোগ দেয়া হয়েছে উপজেলা নির্বাহী অফিসার সাদিকুর রহমান সবুজ স্যার বিনীত অনুরোধ থাকবে সুষ্ঠুভাবে তদন্ত করে দেখুন । কবরস্থান কমিটির কোষাদক্ষ হাজী মো: হেলাল উদ্দিন বলেন এই কবরস্থানটি আমাদের হাত ধরে তিল তিল করে আজকে একটি সুন্দর পরিবেশ হয়েছে অন্যান কবরস্থঅন আমাদের কবর দেখলে বুঝবেন কত সুন্দর এবং কত কাজ হয়েছে আমাদের নামে যে গাছ কেটে টাকা আত্বসাৎ করার অভিযোগ করেছেন আপনারা চাইলে গাছ গুলো গুনে দেখতে পারেন আর গাছ বিক্রি হয়েছে সকলের সামনে এখানে চুরি দারি কিছু নাই যারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য অপবাদ লটাচ্চেন মান সম্মান নষ্ট করছেন আমাদের কমিটির কাছে সকল হিসাব আছে যে কেই চাইলে দেখতে পারবেন । মিথ্যা অপবাদের বিরুদ্ধে কবরস্থান কমিটি ও এলাকার জনগণ প্রতিবাদ জানিয়েছেন ।আজকে বেলা ১১ ঘটিকায় কবরস্থান প্রাঙ্গনে এক প্রতিবাদ সভা হয়। এসময় কবরস্থান কমিটি র্পূবের কমিটির কাছে বর্তমান কমিটি হিসাব চেয়েছেন এবং প্রতিবাদ সভায় কমিটির সভাপতি,সাধারণ সম্পাদক, কোষাদক্ষ,উপদেষ্টা মন্ডলী এলাকাবাসী ক্ষুব প্রকাশ করেন।
Related Articles
মুরাদনগরে কৃষি জমি থেকে মাটি উত্তোলন করে দিঘী ভরাট: ভ্রাম্যমাণ আদালতে ২টি মেশিন জব্দ
মোঃ নজরুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের দারোরা বাজার এলাকা থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে কৃষি জমি থেকে মাটি উত্তোলন করে দিঘী ভরাটের অভিযোগে ২টি মেশিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে উপজেলার দারোরা ইউনিয়নের দারোরা বাজারের কেমতলী এলাকায় অভিযান চালিয়ে মেশিন দু’টি জব্দ করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা […]
কুমিল্লার মুরাদনগরে অন্ত:জেলা ডাকাত সদস্যসহ 8 জন আটক
মোঃ নজরুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরাবাজার থানা এলাকায় চুরি হওয়া স্বর্ণালংকার ও সিএনজি চালিত অটোরিক্সা উদ্ধার এবং আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্যসহ ৪জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার সল্পা, দৌলতপুর ও নবীনগর উপজেলার জল্লি থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের সল্পা গ্রামের মোস্তফার ছেলে আন্তঃ […]
মতিঝিলে ১ কেজি গাঁজাসহ ১জন গ্রেফতার
মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্) ডি.এম.পি মতিঝিল থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াসির আরাফাত খানের নেতৃত্বে এস.আই মোঃ সফিকুল ইসলাম আকন্দ, এস.আই. মোঃ জামাল হোসেন এস.আই সন্তোষ কুমার সাহা, এ.এস.আই ওবায়দুল হোসেন, এ.এস.আই. মোঃ হাবিবুর রহমান, এ.এস.আই মোঃ মোয়াজ্জেম হোসেন এক বিশেষ অভিযান চালিয়ে মতিঝিল বাণিজ্যিক এলাকার করিম চেম্বারের পিছনে বিমান অফিস সংলগ্ন গলি থেকে মোঃ […]