বাংলাদেশ বিএনপি রাজনীতি

আলোচনায় বসতে বিএনপি সব সময়ই প্রস্তুত : ফখরুল

নিজস্ব প্রতিবেদক : নির্বাচনকালীন সরকার ইস্যুসহ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে যে টানাপোড়েন চলছে, তার সমাধানে বিএনপি সব সময় আলোচনার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আলোচনায় বসা নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ প্রতিক্রিয়া জানান তিনি। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা বহুবার আলোচনায় বসার আহ্বান জানিয়েছি। আজকে আপনাদের মাধ্যমে আবারও আহ্বান করছি। কোথায় বসবেন, কী করবেন- আমরা বসতে রাজি। যেকোনো স্থানে, যেকোনো সময় আলোচনায় বসতে প্রস্তত আছি।’

তিনি বলেন, ‘আওয়ামী লী‌গ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আলোচনার বিষয়ে যা বলেছেন তা ভালো। তবে ওবায়দুল কাদেরের সু‌বিধা আছে, উনি যখন সু‌বিধা, তখন খু‌শিমতো কথা বলতে পারেন। উনি বলেছেন, বিএন‌পি আলোচনার ইচ্ছা পোষণ করলে আলোচনা।’

বিএনপির সঙ্গে আলোচনা হবে ফোন যোগাযোগের মাধ্যমে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মির্জা ফখরুল বলেন, ‘ভালো তো, আমরা ম্যাসেজ পেলাম, দেখা যাক।’

নির্বাচন কমিশনের দায়িত্বশীলদের পদত্যাগের দাবি জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘আজকাল কথা বলার আগ্রহ হারিয়ে ফে‌লে‌ছি। ‌সি‌টি নির্বাচন নিয়ে সরকার বায়োস্কোপ দেখাচ্ছে। নির্বাচন ক‌মিশনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা শুধু বলেন- আমরা দেখ‌ছি।’

‘দেখ‌ছি নয়, নির্বাচন সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষ করা আপনাদের দা‌য়িত্ব। তাই শুধু দেখ‌ছি না বলে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈ‌রি করুন। অন্যথায় দয়া করে পদত্যাগ করুন, জাতিকে রক্ষা করুন’, বলেনি মির্জা ফখরুল।

সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, গণশিক্ষাবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল আউয়াল খান প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *