মোশারফ হোসেন শ্যামল/মোঃজুয়েল মিয়াঃ
“স্বাস্থ্য সেবা অধিকার
শেখ হাসিনার অঙ্গীকার” এই প্রতিপাদ্যের আলোকে সারাদেশ ব্যাপী গত ১৬ই এপ্রিল শুরু হয়েছে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ-২০১৯। অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সপ্তাহ ব্যাপি কর্মসূচীর অনুযায়ী আজ ১৮ই এপ্রিল,রোজ-বৃহস্পতি বার সকাল আটটায় শুরু হয় বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিশেষ চিকিৎসা সেবা প্রদান,সাড়ে দশটায় বর্ণাঢ্য শোভাযাত্রা অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে বের হয়ে অষ্টগ্রামের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ সেতু প্রাঙ্গণে এসে শেষ হয় । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন জনাব রেজওয়ান আহাম্মদ তৌফিক সংসদ সদস্য,কিশোরগঞ্জ-৪ (অষ্টগ্রাম,ইটনা,মিঠামইন), আরো উপস্থিত ছিলেন -জনাব শহীদুল ইসলাম জেমস, চেয়ারম্যান উপজেলা পরিষদ অষ্টগ্রাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ সালাহ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সম্মানিত সভাপতি জনাব ফজলুল হক হায়দারী বাচ্চু। সরকারি রোটারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ জনাব মুজতবা আরিফ, অফিসার ইনচার্জ অষ্টগ্রাম থানা জনাব কামরুল ইসলাম মোল্লা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব কাজী আফতাব, উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা জনাব শামসুল আলম সহ উপজেলা বিভিন্ন বিভাগের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সকল রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন ইলেক্ট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।উপরোক্ত আয়োজনে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বুলবুল আহম্মদ ও অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল চিকিৎসক এবং কর্মকর্তা,কর্মচারী বৃন্দ ।