মো:শাহনূর,ভৈরব প্রতিনিধি।। সারাদেশের ন্যায় ভৈরবে পালিত হয় বিশ্ব ডায়াবেটিস দিবস। দিবসটির প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘ডায়াবেটিস প্রতিটি পরিবারের উদ্বেগ’। আজ সকাল ১০টায় সাজেদা আলাল হাসপাতাল কতৃপক্ষ দিবসটির ুুুউপলক্ষে র্যালী বের করে র্যালীটি কিশোরগঞ্জ-ভৈরব সড়ক পদক্ষিন করে হাসপাতালে এসে শেষ হয়। ফিতা কাটার মধ্য দিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা.মো.নজরুল ইসলাম।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, ডায়াবেটিসের কারণে প্রতি বছর ৫ লাখ মানুষ মারা যাচ্ছে।ডায়াবেটিস একটি বিপাকজনিত রোগ। মানবদেহে ইনসুলিন নামক হরমোনের ঘাটতি হলে কিংবা উৎপাদিত ইনসুলিন কাজ না করলে রক্তে গ্লুকোজের পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেড়ে যায়। এ গ্লুকোজ পরে প্রস্রাবের সঙ্গে বেরিয়ে যায়। এ অবস্থার নামই ডায়াবেটিস। ঘন ঘন প্রস্রাব, স্বল্প সময়ে ওজন কমে যাওয়া, অধিক তৃষ্ণা এবং মুখ শুকিয়ে যাওয়া, চোখে ঝাপসা দেখা, অতিশয় দুর্বল ভাব, অতিরিক্ত ক্ষুধা এবং ক্ষত না শুকানো কারও শরীরে এসব লক্ষণ পাওয়া গেলে বুঝতে হবে তিনি ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন।
ফ্রি মেডিকেল,সেবা দেন ডা.মো.নজরুল ইসলাম, ডা.মো.দীপংকর ও ডা.দেলোয়ার হোসেন ।