আলমঙ্গীর হোসেন, শ্রীমঙ্গল প্রতিনিধি: গত ০৯-১১-১৮ইং রোজ শুত্রু বার শ্রীমঙ্গল,ভূণবীর ইউনিয়নের পশ্চিম লইয়ার কুল ৭নং ওয়ার্ডের মোঃ ফরিদ মিয়া,পার্শ্বভর্তি গ্রামের মোঃ রিয়াজ মিয়ার কাছে ৩০০০০ হাজার টাকা হাওলাত ভাবত পাওনা হয়। উক্ত টাকা আদায় না করতে পারায় ইউপি সদস্য ৭নং ওর্য়াড মোঃ নিয়াজ ইকবাল মাসুদ সাহেবের কাছে বিচার প্রার্থী হয়। কিন্তু মেম্বার ফরিদ মিয়াকে প্রস্তাব করেন যে,৩০০০০হাজার টাকা আদায় করে দিলে তাকে ১০০০০ হাজার টাকা দিতে হবে। এপ্রস্তাবে ফরিদ মিয়া নারাজ হয় এবং মেম্বারের কাছ থেকে চলে আসে। ঘঠনার তারিখে মেম্বার এবং বিবাদী মোঃ রিয়াজ মিয়া এক সাথে সাতগাওঁ বাজারে মেম্বারের দোকানের সামনে দাড়ানো দেখে ফরিদ মিয়া তার পাওনা টাকা চাইলে মেম্বার সাহেব বিষয়টি সামাধান করে দিবে বলিয়া ফরিদ মিয়া কে বলেন। এতে ফরিদ মিয়া নারাজ হয়। ফলে মেম্বারের সাথে এক পর্যায়ে তর্কাতর্কির সৃষ্টি হয়। তারপর মেম্বার তার দোকান থেকে ডেগার আনিয়া ফরিদ মিয়াকে পিছন দিকে আগাত করেন এবং ফরিদ মিয়ার সাথে তাকা তাজুল ইসলাম, মেম্বার কে আটকাতে গেলে মেম্বার সাহেব তাকেও তার সঙ্গী বলিয়া ডেগার দিয়া আহত করে। বর্তমানে আহত দুই যুবকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।এ ব্যপারে শ্রীমঙ্গল থানার আফিসার্স ইসচার্জ নজরুল ইসলামের সাথে কথা বললে, তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন এবং আইনানুক ব্যবস্থা গ্রহণ করবেণ বলে আস্বাস দেন।
Related Articles
ভৈরবে ছুরিকাঘাত করে ছিনতাই, যুবক আহত।
আশরাফ আলী বাবু :আজ মঙ্গবার ২৬ জুন ভোরে শহরের বঙ্গবন্ধু সড়কের নদীবাংলা হাউজিং মার্কেটের সামনে ৩/৪ ছিনতাইকারী এক যুবককে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে তার সাথে থাকা মোবাইল .টাকা নিয়ে যায়। আহত যুককের নাম জুয়েল। সে ভৈরবের একটি হারবাল চেম্বারের ম্যানেজার। গ্রামের বাড়ি থেকে কাজে যোগ দিতে ভৈরব আসে ।
র্যাব-১৪ ভৈরবে অস্ত্র ও গুলিসহ ২ অস্ত্র ব্যবসায়ী আটক
জয়নাল আবেদীন রিটন, বিশেষ প্রতিনিধি ॥ র্যাব ১৪ ভৈরব ক্যাম্প সদস্যগণ অভিযান চালিয়ে ২টি রিভলবার ও ২ রাউন্ড গুলিসহ ২ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃতরা হলো ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানাধীন খাটিংগা গ্রামের আব্দুল মান্নান মিয়ার ছেলে মোঃ বাবুল মিয়া (৩৬) ও হাবিবুর রহমানের ছেলে সেলিম খন্দকার (৩০)। র্যাব মুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র্যাব ক্যাম্পের […]
চকবাজারে জাল টাকা, গাঁজা ও ইয়াবা, উদ্ধার এক মাসে ১শ ১৫ জন গ্রেফতার
মোঃ লুৎফর রহমান(খাজা শাহ্): ডি.এম.পি. চকবাজার মডেল থানার অফিসার ইনচার্জ কাজী শাহীদুজ্জামান এর নেতৃত্বে এসআই মোঃ সাহাদাৎ আলম, এসআই মোঃ হুজায়ফা হোসাইন, মোঃ রুবেল খান, এসআই প্রিয়তোষ চন্দ্র সরকার, এসআই মোঃ আলমগীর হোসেন, এসআই মোঃ মোস্তফা কামাল, এএসআই মোঃ আলী আকবর, এএসআই মোঃ ফারুক হোসেন, এএসআই মোঃ শাহজাহান, এএসআই মোঃ রুহুল আমিন, এএসআই লক্ষী কান্ত […]