মোঃ ছাবির উদ্দিন রাজু, ভ্রাম্যমান:
তারিখ ঃ ০৭ সেপ্টেম্বর ২০২১ খ্রিঃ।
র্যাব-১৪ এর সিপিসি-৩, ভৈরব কর্তৃক ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানা এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নন্দন, আনন্দ ও রাসেল বেকারীকে ৭৫০০০ হাজার টাকা জরিমানা প্রদান।ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানা এলাকায় কিছু বেকারীতে ভেজাল, মানহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করছে যা মানব দেহের জন্য ক্ষতিকর। উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য উক্ত বেকারীর উপর র্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়। এরই ধারাবাহিকতায় ০৭ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখ ১১.০০ ঘটিকা হতে ১৩.৩০ ঘটিকা পর্যন্ত র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প, কিশোরগঞ্জ এর একটি আভিযানিক দল অরবিন্দ বিশাস উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া এর নেতৃত্বে ‘‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯’’ মোতাবেক ০৩ (তিন) টি বেকারীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১। নন্দন বেকারীর মালিক মজনু মিয়া, কে ৩০০০০/-(ত্রিশ) হাজার, ২। আনন্দ বেকারীর মালিক সফিকুল ইসলাম কে ২৫০০০/- (পঁচিশ) হাজার, ৩। রাসেল বেকারীর মালিক হাজী হেলাল উদ্দিন কে ২০০০০/- (বিশ) হাজার টাকা। সর্ব মোট ৭৫০০০/- (পঁচাত্তর) হাজার টাকা জরিমান প্রদান করেন।