মোঃ নজরুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে ১৩নং সদর ইউনিয়নের সকল পূজামন্ডপ পরিদর্শন করে
সার্বিক অবস্থার খোঁজ খবর নেন সদর ইউপি চেয়াম্যান অধ্যাপক কাজী মোঃ
তুফরীজ এটন (এটন কাজী)। স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন
এফসিএ এর নির্দেশনায় ররিবার রাতে আওয়মীলীগের নেতৃবৃন্দ ও পূজা কমিটির
সদস্যদেরকে নিয়ে পরিদর্শনের পাশাপাশি চেয়ারম্যান ব্যক্তিগতভাবে সকল
পূজামন্ডপে আর্থিক অনুদান প্রদান করেন।
পরিদর্শনকালে চেয়্যারম্যানের সাথে ছিলেন কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের
সভাপতি পার্থ সারথি দত্ত, কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজের অধ্যাপক দয়াল
বাবু, দৈনিক দেশ রুপান্তর ও ভোরের কলাম পত্রিকার মুরাদনগর প্রতিনিধি সাংবাদিক
সফিকুল ইসলাম, সহকারী শিক্ষক লিটন কুমার মোদক, সদর ইউনিয়নের ১নং
ওয়ার্ডের ইউপি সদস্য আলামিন বাদশা, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজ,
আওয়ামী লীগ নেতা আহসান হাবিব শামীম, সাবেক ছাত্রনেতা জুনায়েদ বক্তার
জামান, পূজা কমিটির সদস্য শংকর বাবুসহ আরো অনেকে।
ইউপি চেয়াম্যান কাজী তুফরীজ এটন বলেন, সনাতন ধর্মাম্বলীদের সংখ্যালঘু না
ভেবে দেশের একজন নাগরিক হিসেবে নির্ভয়ে তাদের দুর্গোৎসব পালন ও পূজার
সময় সকল ধর্মের অনুসারীদের সা¤প্রদায়িক স¤প্রীতি বজায় রাখা এবং
সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উৎসবমূখর রাখার জন্য সবার প্রতি আহবান
জানান।
তিনি আরো বলেন, সকল সস্প্রদায়ের মানুষ এখন স্বাধীন ভাবে তাদের ধর্মীয় উৎসব
পালন করতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ
এগিয়ে যাচ্ছে। তার-ই সাথে তাল মিলিয়ে ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপির
নেতৃত্বে এগিয়ে যাচ্ছে মুরাদনগর। উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যাহত
রাখতে ও মুরাদনগর উপজেলাকে একটি মডেল উপজেলা হিসাবে গড়তে আগামীতেও
এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুনকে নির্বাচিত করার আহবান জানান।