আন্তর্জাতিক ডেস্ক : রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর নৃশংস নির্যাতনের জন্য দায়ী মিয়ানমারের সেনাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের মুখোমুখি করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ চেয়েছেন দক্ষিণ-পূর্ব এশিয়ার সংস্থা আসিয়ানের পাঁচ দেশের ১৩২ জন আইনপ্রণেতা।
এক যৌথ বিবৃতিতে তারা ‘রাখাইন রাজ্যে হত্যা অভিযানের জন্য’ মিয়ানমারে সেনাবাহিনীকে বিচারের মুখোমুখি করতে হবে।
বিবৃতিদাতা আইনপ্রণেতারা ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর ও পূর্ব তিমুরের পার্লামেন্ট সদস্য। এদের মধ্যে ২২ জন আসিয়ান পার্লামেন্টারিয়ানস ফর হিউম্যান রাইটসের (এপিএইচআর) সদস্য।
১৩২ আইনপ্রণেতার পক্ষে দেওয়া বিবৃতিতে এপিএইচআরের সদস্য ও মালেয়েশিয়ার ক্ষমতাসীন দলের সদস্য চার্লস সান্তিয়াগো বলেছেন, ‘মিয়ানমার যেহেতু নিজেরা বিষয়টির তদন্ত করতে অনিচ্ছুক ও অপারগ, সেহেতু আমরা এখন এমন একটি পর্যায়ে এসেছি যেখানে আন্তর্জাতিক সম্প্রদায়কেই এখন জবাবদিহিতা নিশ্চিত করতে এগিয়ে আসতে হবে।’
তিনি বলেন, ‘আমি আমার ১৩১ জন নির্বাচিত সহকর্মীর দাবির সঙ্গে সংহতি জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি মিয়ানমারের বিষয়টি যত দ্রুত সম্ভব আইসিসিতে পাঠানোর আহ্বান জানাচ্ছি। মিয়ানমারে যারা ওই ভয়াবহ অপরাধের সঙ্গে যুক্ত, তাদের অবশ্যই বিচারের মুখোমুখি করতে হতে হবে। তাদের ছেড়ে দিয়ে ভবিষ্যতে আবারও একই ধরনের বর্বরতা ঘটানোর সুযোগ আমরা দিতে পারি না’