নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদী জেলার মাধবদী থানার নুরালাপুর ইউনিয়নে 6 নং ওয়ার্ডে এক তরুণী গণধর্ষণের শিকার হয়। নুরালাপুর ইউনিয়নের জাহাঙ্গীর কাজীর-মেয়ে সাহিদাকে(৩০) গণধর্ষণ করা হয়। গত ৮/৬ ইং তারিখে আনুমানিক ৭.৫ মিঃ ঘর থেকে বাহির হয়ে তার কর্মস্থল শিপলু টেক্সটাইল এন্ড স্পিনিং মিলস লিমিটেড এর উদ্দেশ্যে যাওয়ার পথে মাধবদী পৌরসভার ৭নং ওয়ার্ডের বীড়ের বাড়ির কাছে পৌঁছলে এলাকার বকাটে কয়েকজন ছেলে তার মুখ চেপে ধরে নির্জন স্থানে নিয়ে গণধর্ষণ করে। রাত তিনটার দিকে এলাকাবাসী খবর পেয়ে সাহিদা কে উদ্ধার করে। মেয়ের বাবা কাজী জাহাঙ্গীর বলেন,আমার মেয়ে কর্মস্থলে যাওয়ার পথে তারা ধরে নিয়ে যায়। ইসমাইল (৪০)পিতা সোনা মিয়া, আব্দুর রহিম (৪০)পিতা টুকু মিয়া, আসিফ (৩৫) পিতা অজ্ঞাত, সোহেল (২২)পিতা রফিক, রুবেল (১৮) পিতা হাবিবুল্লাহ, ডালিম (১৮)পিতা আজগড় আলী (২২)ফেরদৌস (৩৫)পিতা অজ্ঞাত জালাল(৩৫)পিতা অজ্ঞাত (৩৫)ফারুক (১৭)পিতা আলমগীর,ইসমাইল (৩৭)পিতা আব্দুস সালাম, তারা পর্যায়ক্রমে ধর্ষন করে। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য মাধবদী থানার (তদন্ত)অফিসার তানবির আহম্মেদকে ফোন দিলে তিনি বলেন, মামলার এজাহারভুক্ত দুই জন আসামিকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করেছি। বাকিদের গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত আছে ।
Related Articles
ভৈরবে খুনের মামলায় গ্রেফতারী ওয়ারেন্টভুক্ত আসামী চেয়ারম্যান প্রার্থীর প্রকাশ্যে নির্বাচনী প্রচারণা
Posted on Author somatv24
মোঃ ছাবির উদ্দিন রাজু কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে খুনের মামলার প্রধান আসামী মোহাম্মদ সাফায়েত উল্লাহর বিরুদ্ধে গ্রেফতারী ওয়ারেন্ট জারি করেছেন আদালত। গ্রেফতারী ওয়ারেন্টভুক্ত আসামী হয়ে ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে এলাকায় প্রকাশ্যে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। উপজেলার সাদেকপুর ইউনিয়নের মৌটুপী গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের পুত্র ও বর্তমান ইউপি চেয়ারম্যান মোহাম্মদ […]
পল্টনে ১৩ মাদক মামলায় ১৮ জন গ্রেফতার
Posted on Author somatv24
ডিএমপি পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সালাহ উদ্দিন মিয়া পি.পি.এম এর নেতৃত্বে এস. আই মোঃ ওবায়েদুর রহমান, এস. আই মোঃ শরিফ হোসেন, এস. আই সুজন কুমার তালুকদার, এস. আই মোঃ আলমগীর কবির, এ.এস. আই মোঃ এনামুল হক (০১), এ.এস. আই সঞ্জয় কুমার প্রমাণিক, এ.এস. আই ওলিউর রহমান, এ.এস. আই মোঃ রুহুল আমিন, এ.এস. আই […]