আন্তর্জাতিক

ভয়াবহ আগুনে পুড়ল ব্রাজিলের জাতীয় জাদুঘর

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের বিখ্যাত রিও ডি জেনিরো শহরে অবস্থিত দেশটির জাতীয় জাদুঘর ভয়াবহ আগুন পুড়ে গেছে। জাদুঘরে দেশটির সবচেয়ে পুরাতন বৈজ্ঞানিক গবেষণাগার ছিল।

জাদুঘরের সংরক্ষণে ২ কোটির বেশি প্রাচীন ও ঐতিহ্যবাহী জিনিসপত্র ছিল। এখনো আগুন নেভেনি। ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভাতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন।

স্থানীয় সময় রোববার সন্ধ্যায় আগুনের সূত্রপাত হয়। দিনের শেষে জাদুঘরটি বন্ধ করে দেওয়ার কিছুক্ষণ পরই আগুন জ্বলতে দেখা যায়। আগুনে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জাদুঘরটি এক সময় পর্তুগিজ রাজ পরিবারের বাসভবন হিসেবে ব্যবহৃত হতো। চলতি বছরের শুরুর দিকেই জাদুঘরটি তার ২০০ বছর পূর্তি উদযাপন করে।

ব্রাজিলের টেলিভিশনে প্রকাশিত খবরে দেখা যায়, জাদুঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। প্রকাণ্ড আগুন। পুরো জাদুঘর ভবনে আগুন ছড়িয়ে পড়েছে।

তথ্য : বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *