জাতীয়

ভৈরবে সেমাই কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

 

সোহেলুর রহমান, ভৈরব প্রতিনিধি:
ভৈরবে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে ১ টি সেমাই কারখানা । এতে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করেছেন ব্যবসায়ীরা । তবে কোন হতাহতের ঘটনা ঘটেনিা ।

এলাকাবাসিরা জানায় আজ রোববার বেলা সাড়ে ১১ টার দিকে হঠাৎ ভৈরব বাজার আল –আমিন সেমাই কারখানায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয় । অগ্নিকান্ডের খবর পেয়ে ভৈরব বাজার ও নদী ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ১ ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয় । তবে ব্যবসায়ীদের দাবী ঈদকে সামনে রেখে সেমাই তৈরীর বিপুল টাকার কাচাঁমাল এবং সেমাই মজুদ ছিল । অগ্নিকান্ডে অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানান ।

এ বিষয়ে ভৈরব ফায়ার সার্ভিসের ষ্টেশন মাষ্টার জহিরুল হক জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে ২ টি ইউনিটের ১ ঘন্টর চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয় । অগ্নিকান্ডে ব্যবসায়ীদের কি পরিমান টাকার ক্ষয় ক্ষতি হয়েছে তা নিরুপন করে জানা যাবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *