জাতীয়

ভৈরবে দিন দিন কমে আসছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা

সমাধান ডেস্ক: 

কিশোরগঞ্জের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধীরে ধীরে কমে আসছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। স্বাভাবিক হতে চলেছে হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ। ডেঙ্গু আক্রান্তের আশংকা কাটিয়ে ভৈরবের জনমনে স্বস্থি ফিরতে শুরু করেছে। তবে সচেতনতার অভাবে এখনো শহর ও গ্রাম থেকে মাঝে মধ্যে দু একজন ডেঙ্গু রোগী আসছে বলে জানায় হাসপাতালে চিকিৎসকরা। আজো ভর্তি আছেন চার জন । তাদের মধ্যে দু জন সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। এ ব্যাপারে সবাইকেই সচেতন হবার পরনামর্শ দিয়েছে উপজেলা আবাসিক সাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নুর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গিরের।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, ডেঙ্গু শুরুর পর থেকে ভৈরবে প্রায় তিন শতাধিক ডেঙ্গু রোগী সনাক্ত করা হয়। এর মধ্যে একশত চলি­শ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। তার মধ্যে ত্রিশ জনকে চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। আগামী মাস থেকে ডেঙ্গুর প্রকোপ কমে আসবে বলে ধারণা করা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *