মো: শাহনূর: “সয়ংসম্পূর্ণ মাছের দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই বিষয়কে প্রতিপাদ্য করে আজ বৃহস্পতিবার কিশোরগঞ্জের ভৈরবে সড়ক র্যালী, মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভার মাধ্যমে উদ্বোধন করা হয় জাতীয় মৎস্য সপ্তাহের।
উপজেলা মৎস্য বিভাগ ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচীর শুরুতে বেলা ১১টার দিকে একটি সড়ক র্যালী অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে বের হওয়া র্যালীটি ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কসহ বিভিন্ন সড়কসমূহ প্রদক্ষিণ শেষে ফিরে আসে।
র্যালী শেষে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের পোনা অবমুক্ত করেন অতিথিরা। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রিপন কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: গিয়াস উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) মো: জাকির হোসেন, কৃষি কর্মকর্তা মো: জালাল উদ্দিন প্রধান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা অরুণিমা কাঞ্চি সুপ্রভা শাওন।