মোঃ শাহনুর, ভৈরব প্রতিনিধি ॥
ভৈরবে পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের শাবলের আঘাতে বড় ভাই মুরাদ মিয়ার (৬৫) মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চাঁনপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোরাদ মিয়া পেশায় একজন কৃষক ছিলেন। তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।
এ ব্যাপারে পরিবারের লোকজন জানায়, মুরাদ মিয়া ও তার ছোট ভাই আসলাম মিয়ার মধ্যে বাড়ির পানির লাইন নিয়ে সন্ধ্যায় ঝগড়া শুরু করে। ঝগড়ার এক পর্যায়ে ইট পাটকেল নিক্ষেপ করে ছোট ভাইয়ের পরিবারের লোকজন বড় ভাই মোরাদ মিয়ার ঘরে। এ সময় বেশ কয়েকটি ইটের আঘাতও লাগে মোরাদ মিয়ার শরীরে। ইট পাটকেল নিক্ষেপের পর ক্ষব্ধ আসলাম শাবল দিয়ে মুরাদকে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে যান। লোকজন মোরাদ মিয়াকে দ্রুত হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ নিহতের লাশ হাসপাতাল থেকে থানায় নিয়ে আসে ময়না তদন্তের জন্য।
ভৈরব থানার জ্যোষ্ট উপ-পরিদর্শক শ্যামল মিয়া জানান, আজ সকালে লাশের ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হবে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধিন ।