জয়নাল আবেদীন রিটন, বিশেষ প্রতিনিধিঃ
ভৈরবে পৌর কবরাস্থানের সামনে এক বেলা খাবার বা কিছু অর্থ পেতে প্রতিদিন অপেক্ষায় থাকে শত শত গরীব হতদরিদ্র ও ছিন্নমূল মানুষজন। আজ এমন ২৫০জন ছিন্নমুল ও ভবঘুরে লোকদের মাঝে দুপুরের খাবার বিতরণ করেছে ” ভৈরবে মানুষ ফাউন্ডেশন ” নামে একটি সংগঠন। মানুষ মানুষের জন্য- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজে সুবিধা বঞ্চিত গরীব অসহায় ও হতদরিদ্র মাঝে খাদ্য,বস্ত্র,আহার,বাসস্হান নিশ্চিত করাই হলো এই সংগঠনের মূলনীতি। বিশ্বজুড়ে করোনা ভাইরাসের মহামারিতে মানুষ যখন অসহায়,খাদ্য অভাবে ভুগছে ঠিক তখনই নবগঠিত এই সেচ্ছাসেবী সংগঠনটি সদস্যদের নিজস্ব অর্থায়নে আজ ৩ জুন শুক্রবার বাদ জুম্মা ভৈরবের পৌর কবরস্হানের সামনে অপেক্ষমান ২৫০ জন ছিন্নমূল গরীব অসহায় হতদরিদ্রদের মাঝে দুপুরের খাদ্য সামগ্রী বিতরন করেন। ইতিমধ্যে এই “মানুষ ফাউন্ডেশন”নামের সংগঠনটি বিগত শীত কালে কম্বল,বিনামূল্যে চিকিৎসা সেবা,ঔষধ বিতরনসহ করোনা ক্রান্তিকালেও বিভিন্ন খাদ্য সামগ্রী ও আর্থিক সাহাতা প্রদান করে থাকে। ভবিষ্যতে সবার সহযোগিতা পেলে সংগঠনটি আরও সামনে এগিয়ে যেতে পারবে বলে মনে করেন সংগঠনের উপদেষ্টা সায়দুর রহমান বাবলু ।