দেশজুড়ে

ভৈরবে আল-হেরা ডিজিটাল স্কুল গঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

মোঃছাবির উদ্দিন রাজু , ভ্রাম্যমান প্রতিনিধিঃ ভৈরব-কুলিয়ারচরে ৪ থেকে ৬ বৎসরের শিশুদের কে ডিজিটাল পদ্ধতিতে শিক্ষাদেয়ার জন্য আজ দূর্জয়মোড় অফিসে সুপারভাইজারদের সাথে মতবিময় সভা অনুষ্ঠিত। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আল-হেরা এসসিএস এর ব্যবস্থাপনা পরিচালক শেখ মোঃ কাউছার আহমেদ,এতে সভাপতিত্ব করেন ন্যাশনাল প্রেস সোসাইটির কিশোরগঞ্জ শাখার প্রেসিডেন্ট সাংবাদিক মোঃ ছাবির উদ্দিন রাজু, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংস্থার উপপ্রকল্প পরিচালক মাওঃশাহ মোঃ মকবুল হোসাইন,কুলিয়ারচর এনপিএসের প্রেসিডেন্ট মোঃমনিরুল হাসান, জেলা এনপিএসের সেক্রেটারী মোঃ জাবেদ ওমর,যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান,যুগ্ন সাংগঠনিক সম্পাদক বাবু নিপেন্দ্র চন্দ্রদাস,পরিচালক মোঃ সামস,ভৈরব উপজেলা জাতীয় পার্টির সেক্রেটারী এন কে সোহেল এনপিএস নেতা মোঃ হারুণ অর রশিদ,নাট্রকার সুফি সুমন সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্কুল সুপারভাইজারগণ।আগামী বুধবার সুপারভাইজারদের ট্রেনিং,শুক্রবার শিক্ষকদের ট্রেনিং করিয়ে ১০০ টি স্কুল পর্যাক্রমে উদ্ভোদন করার সিদ্ধান নেন সংস্থার ব্যবস্থাপনা পরিচালক, সবশেষে বিশ্ববাসির জন্য দোয়া করে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *