রাসেদুজ্জামান রাসেল:
কিশোরগঞ্জের ভৈরবে ডেঙ্গু আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কম্পেøক্সে ভর্তি হয়েছে ২ জন। আক্রান্তরা হলেন আ: মোমেন (২২), তিনি ভৈরব উপজেলার শ্রীনগর ইউনিয়নের সিরাজুল ইসলামের ছেলে এবং আমেনা খাতুন (৬৫) তিনি ভৈরব পৌরসভার চন্ডিবের (পুলতাকান্দা) গ্রামের মৃত আ:মান্নান এর স্ত্রী। আ: মোমেন জানায় তিনি জ্বরে আক্রান্ত হয়ে স্থানীয় ডাক্তারের কাছে গেলে ডাক্তার লক্ষণ দেখে তাকে উপজেলা স্বাস্থ্যকম্পেøক্সে চিকিৎসা নেয়ার পরামর্শ দেন, ডাক্তারের কথামত গত ২৭/১১/১৯ খ্রি. উপজেলা স্বাস্থ্যকম্পেøক্সে আসলে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা করে জানান তার ডেঙ্গু হয়েছে এবং তাকে তৎক্ষনাত হাসপাতালে ভর্তি করেন। অন্যদিকে আমেনা বেগমের অতিরিক্ত জ্বর আসলে তিনি ভৈরবস্থ আবেদীন হাসপাতালে চিকিৎসা করার জন্য গেলে, সেখান থেকে তিনি জানতে পারেন তার ডেঙ্গু হয়েছে এবং তাকে উপজেলা স্বাস্থ্যকম্পেøক্সে চিকিৎসা করার জন্য পরামর্শ দিলে, গতকাল ২৯/১১/১৯খ্রি. তারিখে তিনি চিকিৎসার জন্য ভর্তি হন।
ভৈরব উপজেলা স্বাস্থ্যকম্পেøক্সের আবসিক মেডিকেল অফিসার ডাক্তার এনকেএম জাহাঙ্গীর জানান ভর্তি হওয়া দুইজনের মধ্যে আ: মোমেন এর অবস্থা আশংঙ্কাজনক। তাকে আজকে পরীক্ষা করে অবস্থার উন্নতি না দেখল ঢাকায় উন্নত চিকিৎসা জন্য ঢাকা নিয়ে যেতে হবে। অপরদিকে ভর্তি হওয়া মহিলা রোগীর অবস্থা অনেকটা ভালো আছে।