মো:আশরাফ আলী বাবু,চীফ রিপোর্টার: কিশোরগঞ্জের ভৈরবে অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে দেয়ার চেষ্টা করায় মো. রফিক মিয়া (৩৮) নামে এক ব্যক্তিকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাত সাড়ে আটটায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাজী ফয়সাল। সাজাপ্রাপ্ত রফিক মিয়া নরসিংদী জেলার রায়পুরা উপজেলার বাখারনগন গ্রামের আব্দুল কাদের মিয়ার ছেলে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন ভৈরব থানা তদন্ত কর্মকর্তা বাহালুল খান বাহার, ফাঁড়ি থানার ইনচার্জ মো.শরীফ আহমেদ। জানা যায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভৈরব শহরের বাগানবাড়ি রোডের একটি ভবনের ৫ম তলায় যায় ভ্রাম্যমাণ আদালত। সেখানে বাল্য বিবাহের আয়োজন দেখতে পান তারা। খোঁজ নিয়ে জানতে পারেন নরসিংদী জেলার রায়পুরা গ্রামের রফিকুল ইসলামের নাবালিকা কন্যা তৌহিদা ইসলামকে একই উপজেলার হাফেজ আবদুল মোমেনের ছেলে আতিকুর রহমানের সাথে বিয়ে দিতে আজ রাতে ওই বাসায় আয়োজন করা হয়। বাসাটি তৌহিদার নানার বাসা। তৌহিদা ঢাকার গাউছিয়া এলাকার একটি স্কুলের অষ্টম শ্রেণির শির্ক্ষাথী। তার বয়স ১৫। ঘটনার সময় পুলিশ ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট দেখে বর পক্ষ কৌশলে পালিয়ে যায়। পরে কন্যার বাবা দোষ স্বীকার করলে তাকে এই কারাদণ্ড দেয়া হয়। এ সময় কন্যার বাবা ও মা রুমা বেগম অঙ্গীকার করেন তাদের মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না। ভৈরব উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাজী ফয়সাল জানান, সরকারের আইনুযায়ী ১৮ বছরের আগে কোন মেয়েকে বিয়ে দেয়া আইনগত দণ্ডনীয় অপরাধ। বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। সরকারি আইন মোতাবেক কোন অভিভাবক তার মেয়েকে ১৮ বছর না হলে বিয়ে দিতে পারে না।
Related Articles
অসুস্থ হয়ে আল্লামা শফী হাসপাতালে
হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী অসুস্থ হয়ে পড়েছেন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে মাদ্রাসা থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, মাদ্রাসার দায়িত্ব থেকে পদত্যাগের পর রাত ১২টার দিকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে আল্লাম শফীকে হাসপাতালে নেওয়া হয়। এর […]
কিশোরগঞ্জের ভৈরবে ছিনতাইকারী বাপ্পী হত্যা মামলার প্রধান আসামি আরেক ছিনতাইকারী জুটনকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ।
মো:আশরাফ আলী বাবু,চীফ রিপোর্টার: কিশোরগঞ্জের ভৈরবে ছিনতাইকারী বাপ্পী (১৯) হত্যা মামলার প্রধান আসামি আরেক ছিনতাইকারী জুটনকে (২২) গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে শহরের বঙ্গবন্ধু রোডের ভৈরবপুর দক্ষিণপাড়ার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঝুটন ছিনতাইয়ের ঘটনাসহ বাপ্পীকে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। পরে তাঁকে বিকেলে কিশোরগঞ্জ আদালতে পাঠানো […]
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বাবা কতৃক নিজের মেয়ে ধর্ষন।
বিশেষ প্রতিনিধি : সুজন মাহমুদ চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা লিচুবাগান এলাকায় গত দুই বছর যাবৎ নেশা জাতীয় ঔষধ সেবন করাইয়া অচেতন করিয়া প্রতিনিয়ত নিজের মেয়েকে ধর্ষন করতো আনোয়ার শাহাদত ওরফে শিশির নামে এক পাষন্ড নরপশু পিতা।গত ২২শে মে ২০১৮ ইং দিবাগত রাতে ৮ম শ্রেণীতেপড়ূয়া ধর্ষিতা ও তার মা এলাকার লোক জন কে ধর্ষনের কথা জানালে। […]