কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ ছাবির উদ্দিন রাজু : কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন নাটালের মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ৫৫৩ বোতল ফেন্সিডিল’সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প। ১৪ জানুয়ারি ২০২২ইং তারিখে ১০.৩০ ঘটিকায় র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প, কিশোরগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভৈরবের নাটালের মোড়ে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোঃ আব্দুল্লাহ(৪৫), পিতা-মৃত মোবাশি^র আলী, সাং-বাল্লা, ২। সুফিয়ান আহমদ(২২), পিতা-আঃ আজিজ, সাং-শাহজালালপুর, উভয় থানা-জকিগঞ্জ, জেলা-সিলেটদ্বয়কে আটক করেন। এসময় ধৃত আসামীদ্বয়ের দখলে থাকা প্রাইভেটকার তল্লাশি করে ৫৫৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করে জব্দ করা হয়। ধৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ সিলেট জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে ফেন্সিডিল মাদকদ্রব্য দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Related Articles
আশুগঞ্জে পেন্সিডিলসহ ভৈরব পৌরসভার কাউন্সিলরের দুই সন্তান ও ভুয়া সাংবাদিকসহ আটক ৪
আশুগঞ্জ (বি-বাড়ীয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে ফেনসিডিলসহ কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার এক কাউন্সিলরের দুই ছেলে ও স্থানীয় পত্রিকার এক সাংবাদিকসহ চারজনকে আটক করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। বৃহস্পতিবার বেলা দুইটার দিকে বিষয়টি গণমাধ্যমকর্মীদের জানান র্যাব সদস্যরা। আটক ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জের ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা ও ভৈরব পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোশারফ হোসেন ওরফে […]
ভৈরবে ০২ জন ছিনতাইকারী এবং ব্রাহ্মণবাড়িয়ায় ৩২ বোতল স্কাফ‘সহ ০১ জন র্যাবের হাতে আটক
মোঃ ছাবির উদ্দিন রাজু, ভ্রাম্যমান প্রতিনিধি: কিশোগঞ্জ জেলার ভৈরব থানাধীন থেকে ০২ জন ছিনতাইকারী এবং ব্রাহ্মণবাড়িয়ার সদর থানাধীন থেকে ৩২ বোতল স্কাফ‘সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প। ২৪ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখ আনুমানিক ১৯.২০ ঘটিকায় র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প, কিশোরগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলার ভৈরব […]
ভৈরবে দুই মাদকসেবীর ৬ মাসের কারাদন্ড
ভৈরব প্রতিনিধি: ভৈরবে দুই মাদকসেবীকে ৬ মাস করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। পাশাপাশি ৩শ টাকা করে আর্থিক জরিমানা করা হয়েছে। অনাদায়ে ৭ দিন করে জেল। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ পরিচালিত ভ্রাম্যমান আদালত এই সাজা প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলেন-ভৈরব পৌর শহরের লক্ষ্মীপুর রেলগেইট সংলগ্ন এলাকার মৃত মজিবুর […]