সমাধান ডেস্কঃ বাংলাদেশ মানবাধিকার কমিশন-BHRC যুক্তরাজ্যের ইস্ট লন্ডন উইমেন্স শাখার এক পরিচিতি সভা গত ১৮ অক্টোবর ২০১৯ বিকেলে লন্ডনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্ট লন্ডন উইমেন্স শাখার সভাপতি মঞ্জুয়ারা খাতুন (মনি ইসলাম)। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইস্ট লন্ডন উইমেন্স শাখার সহসভাপতি শাহিনা খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসমা খানম রিক্তা, অর্থ সম্পাদক সামিয়া আক্তার, সাংগঠনিক সম্পাদক রুজনারা চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক শামিমা আক্তার চৌধুরী রহমান, মহিলা বিষয়ক সম্পাদক আনোয়ারা বেগম,সাংস্কৃতিক সম্পাদক সাইফাত ফারাহ
, সমাজকল্যাণ সম্পাদক আমিনা আলী, আন্তর্জাতিক সম্পাদক সাদিয়া খানম, দপ্তর সম্পাদক শামসুন নাহার লিমা। অনুষ্ঠানে মানবাধিকার নেতৃবৃন্দগণ বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার ফাহাদকে নির্মমভাবে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করে। বক্তারা হত্যাকান্ডের দ্রুত বিচার দাবি করে।
Indications of an allergic reaction include severe itching, rash, swelling, urotrin precio dizziness, or difficulty breathing.