বাংলাদেশ মানবাধিকার কমিশন কর্তৃক আয়োজিত, আলোচনা ও ইফতার মাহফিলে, প্রধান অতিথি হাজী নূর মোহাম্মদ চেয়ারম্যান ভৈরব ব্যবসায়ী পরিষদ, বিশেষ অতিথি আরেফিন জালাল রাজিব কাউন্সিলর ১১নং ওয়ার্ড, হাজী শাহজাহান মিয়া চেয়ারম্যান-দুস্ত ও প্রতিবন্ধি সংগঠন, আলহাজ আব্দুল হক বাদল সভাপতি জিলানী জামে মসজিদ পঞ্চবটি, সাবেক কাউন্সলর আক্তারুজ্জামান, এ,কে,এম, নাজমুল হক জেলা প্রতিনিধি-দৈনিক রুদ্রবাংলা, খাইরুল ইসলাম ভূইয়া-সাংবাদিক নেতা, অধ্যাপক মোতাহার হোসেন, নিজামউদ্দিন সরকার-পরিচালক চেম্বার অফ কমার্স ও মোবারক হোসেন পরিচালক চেম্বার অফ কমার্স, জাকির হোসেন পায়েল সভাপতি ৩নং ওয়ার্ড যুবলীগ, মনির হোসেন এরিয়া ম্যানাজার শক্তি, মোস্তাফিজুর রহমান ওয়াশিম-বিশেষ প্রতিনিধি somadhantv.com, বরকতউল্লাহ-সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ মানবাধিকার কমিশন ভৈরব উপজেলা শাখা, বিশ্বজিৎ শাহা-সহসভাপতি বাংলাদেশ মানবাধিকার কমিশন ভৈরব উপজেলা শাখা, মো শোহেল, মোশারফ হোসেন শ্যমল, ডা. মো: হাসান মাহমুদ, রতন চন্দ্র বর্মন, তৌহিদুল আলম- সহসাধারন সম্পাদক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আশরাফ আলী বাবু, সভাপতিত্ব করেন আব্দুল লতিফ-সভাপতি বাংলাদেশ মানবাধিকার কমিশন ভৈরব উপজেলা শাখা ও চেয়ারম্যান somadhantv.com, সঞ্চালনায়, মহিউদ্দিন জুয়েল সাধারণ সম্পাদক বাংলাদেশ মানবাধিকার কমিশন ভৈরব উপজেলা শাখা। দোয়া পাঠ করেন খতিব, মোকলেসুর রহমান, সার্বিক সহযোগিতায় রাসেদুজ্জামান রাসেল, মনিরুজ্জামান মনির, রুবেল, জাকির, মনির হোসেন-somadhantv.com এর ক্যামেরা ম্যান। এতে আরো অন্যান্য গন্যমান্য অথিতিবৃন্দ উপস্থিত ছিলেন। somadhantv.com এর চেয়াম্যানকে ফুল দিয়ে বরণ করেন somadhantv.com এর শ্রীমঙ্গল প্রতিনিধি মো: জসিম উদ্দিন।
Related Articles
লিবিয়া হত্যাকান্ডে ভৈরবে দুই যুবকের বাড়িতে চলছে শোকের মাতম
জয়নাল আবেদীন রিটন, বিশেষ প্রতিনিধি: লিবিয়ায় ২৬ বাংলাদেশীকে গুলি করে হত্যার পর থেকে কিশোরগঞ্জের ভৈরবের দুই যুবকের কোন হদিস না পাওয়ায় এই দুই পরিবারে চলছে শোকের মাতম। তারা আজও বেচেঁ আছে কি-না মারা গেছেন জানতে চাই স্বজনরা। আর নিহত এবং আহতদের তালিকায় তাদের কারো নাম না থাকায় দিক-বেদিক ছুটছেন পরিবার-পরিজনরা। সরকারের কাছে তাদের পরিবারের দাবী, […]
ভৈরবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন এর ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
রিপোর্ট : মো: রফিকুল ইসলাম রুবেল : ২৬ অক্টোবর সন্ধ্যায় ভৈরব মেঘনা জেনারেল হাসপাতালের হলরুমে সারা দেশের ন্যায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন এর ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে, কিশোরগঞ্জ – নরসিংদী – ব্রাহ্মণবাড়িয়া জোনাল শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভা,দোয়া মাহফিল ও কেক কাটার মাধ্যমে উদযাপন করা হয়। উক্ত আলোচনা সভায় আন্তর্জাতিক […]
ভৈরবে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে শীর্ষ মাদক বিক্রেতা নিহত
ভৈরবে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন। ৬জুন দিবাগত বৃহস্পতিবার রাত আনুমানিক সোয়া ২টার দিকে পৌর এলাকার গাছতলাঘাট ব্রীজের নিকট এ ঘটনা ঘটে। বন্দুকযুদ্ধে নিহত মাদক বিক্রেতার নাম মো: হেলিম মিয়া (৩৮)। সে পৌর শহরের পঞ্চবটী পুকুরপাড় এলাকার মৃত আবু সাঈদ মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, পৌর এলাকার গাছতলাঘাট ব্রীজের নিকট […]