জয়নাল আবেদীন রিটন:
শ্লোগানে শ্লোগানে মুখরিত মহানবীর অপমান সহ্য করবনা, ফ্রান্সের পণ্য বর্জন কর, এ শ্লোগান নিয়ে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ফ্রান্সে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে এবং ফ্রান্সের সকল প্রকার পণ্য বর্জনের ডাক দিয়ে এক বিক্ষোভ মিছিল ও মান্বন্ধন অনুষ্টিত হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় ঢাকা- সিলেট মহাসড়কের ভৈরব বাসষ্ট্যান্ড দুর্জমোড়ে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। আহলে সুন্নাত ওয়াল জামা’আতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে সভাপত্বি করেন পীরে তরিকত কে আই এম মাহবুল্লাহ আল কাদরি। মহানবীকে অবমাননার প্রতিবাদ জানাতে বৃষ্টি উপেক্ষা করে সর্বস্তরের মুসলমানগণ মানবন্ধনে অংশ গ্রহন করেন। মানববন্ধনে বক্তারা বলেন, মহানবী হযরত মোহাম্মদ (সা.) মুসলমানদের নিকট প্রানের চেয়েও প্রিয়। প্রান প্রিয় নবীর ব্যাঙ্গচিত্র প্রদর্শন করে ফ্রান্স মুসলমানদের কলিজায় আঘাত করেছে। এ ঘটনায় যতদিন ফ্রান্স সরকার বিশ্ব মুসলিমের নিকট ক্ষমা না চাইবে ততদিন পর্যন্ত ফ্রান্সের সকল প্রকার পণ্য বর্জন করা হবে এবং বাংলাদেশ সরকারের নিকট রাষ্ট্রীয় ভাবে এর নিন্দা ও প্রতিবাদ জানাতে সরকারের নিকট দাবী জানান মানবন্ধনে উপস্থিত মুসলিম জনতা।