মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্): ডি.এম.পি পল্টন মডেল থানার অফিসার ইনর্চাজ মোঃ সালাহ উদ্দিন মিয়ার নেত্বতে এস.আই সুজন কুমার তালুকদার ও এ.এস.আই সঞ্জয় কুমার প্রোমানিক এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫ হাজার ইয়াবা সহ ০৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো মোঃ মালেক (৫০) মোঃ জসিম উদ্দিন (২২) সুরত আলম (৩২) মোঃ হানিফ মিয়া (৬০)। বিবরণে প্রকাশ উল্লোখিত অভিযানে মোঃ মালেক ও মোঃ জসিমকে থানাধীন ১৭৩ নং শহিদ নজরুল ইসলাম স্মরণী কালভাটঁ রোড এলাকায় আটক করে তাদের দেহ তল্লাশী করতঃ মালেকের কাছ থেকে ২ হাজার এবং জসিমের কাছ থেকে ৫শ ইয়াবা উদ্ধারের পর তাদের স্বীকারোক্তি অনুযায়ী দৈনিক বাংলার মোর থেকে সংশ্লিষ্ট থানার ওসির অনুমতিক্রমে মোঃ সুরত আলিকে আটক করে তার দেহ তল্লাশী করতঃ ২ হাজার ইয়াবা এবং মোঃ হানিফকে আটক করে তার দেহ তল্লাশী করে ৫শ ইয়াবা উদ্ধার করে তাদেরকে গ্রেফতার করা হয়। এব্যাপারে পল্টন মডেল থানায় মামলায় নাম্বার ৩২ তারিখ ১৪/০৪/২০২২ দায়ের করা হয়েছে। এস.আই জয়বেদ শর্ম্মা মামলাটির তদন্ত করছেন বলে থানায় কর্তব্যরত সংশ্লিষ্ট কর্মকর্তা এ প্রতিবেদক দৈনিক সোনালী বার্তার সহকারী সম্পাদক, সমাধান টিভি ডট কম এর ব্যবস্থাপনা পরিচালক এবং সততা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় একাধিক স্বর্ণপদক পুরস্কার প্রাপ্ত লেখক- কবি এবং কলামিস্ট মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্) কে এক স্বাক্ষাতে জানান।
Related Articles
নরসিংদীতে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদ
নিজস্ব প্রতিনিধি: নরসিংদীতে রাজু মিয়া নামে এক সংবাদকর্মীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সংবাদ প্রকাশকারী হচ্ছে শফিকুল ইসলাম মতি ও তার ছেলে হৃদয় খান, পেশায় তারাও সংবাদকর্মী। গত ৮ ডিসেম্বর ২০১৯খ্রি তারিখে নিউজ সময় অনলাইন পোর্টাল ও নব চেতনা পত্রিকায় উক্ত মিথ্যা সংবাদটি প্রচার করে। তিনি জানান তার মানসম্মান ক্ষুন্ন করার […]
নরসিংদী শিবপুরে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৯, রাতে একই এলাকার মুক্তিযোদ্ধার বাড়িতে ডাকাতি, ৮ লক্ষ টাকার মালামাল লুট
রেজাউল আলম বিপ্লব: নরসিংদীর শিবপুরে অটো সিরিয়ালকে কেন্দ্র করে দু পক্ষের সংঘর্ষে ৯ জন আহত। একই সাথে মুক্তিযোদ্ধা হোসেন আলী ভূইয়ার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাত ৪টার দিকে আইয়ুবপুর ইউনিয়নের গন্ডারদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। অন্যদিকে একই ইউনিয়নের দুই অটোর সিরিয়ালকে কেন্দ্র করে বিকাল ৩ টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও […]
একই নামে ও নিবন্ধনে স্থাপিত দুই বিদ্যালয় দেখান কেউ নেই
পুরাতন ভবন কাউসার মিয়া: নরসিংদীর রায়পুরায় কোহিনুর জুট মিলস্ হাই স্কুলের নামে প্রতিষ্ঠা করা হয়েছে আরেকটি বিদ্যালয়। একটি মুছাপুর ইউনিয়নের গৌরীপুর গ্রামে অবস্থিত। আরেকটি বেগমাবাদ গ্রামে অবস্থিত এবং দুটি বিদ্যালয়ের কোড নং একই। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য শেখ তশরিফুল আলম বলেন আমাদের বিদ্যালয়টি বিগত ১৯৮১ সালে স্থাপিত হয় এবং ২০০১ সালে এমপিও ভুক্ত হয়। […]