হারুন অর রশিদ, নরসিংদী প্রতিনিধি: গত-৭ মার্চ ২০১৯ ইং তারিখে নরসিংদী জেলার মনোহরদী থানার লেবুতলা ইউনিয়নে ডিআরএস মডার্ন স্কুলের ষ্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন অনুষ্ঠিত হয় ১ম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত। নির্বাচনে মোট প্রার্থীর সংখ্যা ২১ জন। মোট ভোটার সংখ্যা ২০০ জন।
নির্বাচন পরিচালনা করেন স্কুলের প্রিন্সিপাল মো: রেনু মিয়া আকন্দ, প্রফেসর মোশারফ হোসেন। নির্বাচনে সভাপতিত্ব করেন স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মো: শাহাবুদ্দিন। সকাল ৯.০০ টা থেকে দুপুর ২.০০ টা পর্যন্ত। আনন্দঘন মুহুর্তে এবং শান্তি শৃংখলার মধ্যদিনে নির্বাচন অনুষ্ঠিত হয়। ছাত্র-ছাত্রীরা সারাদিন উল্লাসের মধ্য দিয়ে দিনটি উৎযাপিত করে। দুপুর ২.০০টায় ভোট গ্রহণ শেষ হয়।
বিকাল ৫ টায় নির্বাচনের ফলাফল ঘোষনা করা হয়। বিজয়ী প্রার্থীরা হলো ২য় শ্রেণিতে রবিন মৃদা (১০১) ভোট, ৩য় শ্রেনিতে মার্শিয়াত আক্তার (৮৭) ভোট, ৪র্থ শ্রেণিতে মো: জিহাদ ইসলাম (১১৫) ভোট, পঞ্চম শ্রেণিতে নাবিলা হক মারিয়া (১১৪) ভোট, ষষ্ঠ শ্রেণিতে হাবিবা আক্তার (১০০০) ভোট, ৭ম শ্রেণিতে হারুনুর রশিদ (৬৭) ভোট, ৮ম শ্রেণিতে মো: ইয়াসিন (৯৬) ভোট। ফলাফল ঘোষনার পর বিজয়ীদের উদ্দ্যেশে স্কুলের প্রিন্সিপাল মো: রেনু মিয়া আকন্দ বলেন জীবনের প্রথমেই যদি ছাত্র/ছাত্রীরা নেতৃত্ব দিতে শিখে তাহলে তারা বড় হয়ে দেশের আদর্শ নাগরিক হতে পারবে। দেশ ও দশের দায়িত্ব কাধে নিয়ে কাজ করতে পারবে।