এস কে সুমন, নরসিংদী: গত ১০ই ডিসেম্বর রোজ শুক্রবার নরসিংদীর পুরান পাড়া গাবতলী জামেয়া কাসেমিয়া দারুল হানান এতিমখানার গভর্নিং কমিটির সদস্য মঞ্জুরুরল হক প্রধানের বাবা, মায়ের আত্মার মাগফিরাত কামনান আয়োজন করা হয়েছে। জামেয়া কাসেমিয়া এতিমখানা হল রুমে দুই শত এতিম ছাত্রদের মাঝে উন্নত খাবারের আয়োজন করেন বিষ্টি ঠিকাদার জনাব, মঞ্জুরুল হক প্রধান। এসময় এতিমখানা হানান জামেয়া কাসেমিয়া মাদ্রাসার গভর্নিং কমিটির সদস্য গন ও স্থানীয় গন্য মান্য ব্যক্তিবর্গ গন ও সমাজের বিশিষ্ট জনেরা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যাঁরা । বাংলাদেশের সুনাম ধন্য আল্লামাহ সৈয়দ কামাল উদ্দিন জাফরী, প্রিন্সিপাল গাবতলী মাদ্রাসার মাওলানা দেলোয়ার হোসেন অধ্যক্ষ জামিয়া কাসেমিয়া মাদ্রাসা, মাওলানা আবুল কালাম আজাদ, প্রভাষক আরবি বিভাগ গাবতলী মাদ্রাসা, হাফেজ মাওলানা মোস্তফা আমিন খাঁন,পরিচালক জামেয়া কাসেমিয়া তাহ্ফিজুল কোরআন বিভাগ ও দারুল হানান এতিমখানা ঈমাম জামেয়া মসজিদ কমপ্লেক্স, মাওলানা গুফরানুল বারী, এবতেদায়ী বিভাগের প্রর্ধান জামেয়া কাসেমিয়া এতিমখানা। মো.ইব্রাহিম ভূঁইয়া ম্যানেজার ইসলামিক ব্যাংক নরসিংদী শাখা। এসআই কামরুল হাসান পিপিএম নরসিংদী সদর মডেল থানা সাইয়্যেদা মারজানা জাবীন প্রন্সিপাল জামেয়া কাসেমীয়া মহিলা কামিল মাদ্রাসা। সাইয়্যেদা রেজুয়ানা নাসরিন তাহফিজুল কুরআন বিভাগের পরিচালকা জামিয়া কাসেমিয়া এতিমখানা মহিলা বিভাগ। মহসিন এ এস আই প্রমূখঃ
Related Articles
করোনা: স্বাস্থ্যবিধি না মানায় বাড়ছে সংক্রমণ
গত সপ্তাহ থেকে প্রতিদিনই বাড়ছে করোনার সংক্রমণ। সংক্রমণের হার যেখানে নেমেছিল এক শতাংশের নিচে, তা গত এক সপ্তাহের ব্যবধানে আবার ৬ শতাংশের ওপরে উঠে গেছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে জানা গেছে। এ অবস্থায় করোনা সংক্রমণের চাপ সামাল দিতে করোনা চিকিৎসা করা হাসপাতালগুলোতে বিশেষ শয্যা ও আইসিইউ শয্যা প্রস্তুত রাখার পরামর্শ দিয়েছে কোভিড সংক্রান্ত সরকারের […]
‘মাস্ক না পরলে জেল-জরিমানা’
স্থানীয় প্রতিনিধি: মাস্ক না পরলে আগামীকাল (৯ নভেম্বর) সোমবার থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নিয়মিত মোবাইল কোর্টের মাধ্যমে জেল-জরিমানা করা হবে। রোববার (৮ নভেম্বর) বেলা ১১টায় খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির নভেম্বর মাসের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনলাইন জুম প্রযুক্তিতে অনুষ্ঠিত সভায় খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন সভাপতিত্ব […]
৬৬ বছর পর নখ কেটে রেকর্ড করলেন ৮২ বছরের বৃদ্ধ, অতঃপর…
নিজস্ব পতিনিধি: বিশ্বের দীর্ঘতম নখের মালিক ছিলেন ৮২ বছরের বৃদ্ধ শ্রীধর চিল্লাল। ২০১৬ সালেই তার নাম উঠেছিল গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে। তার সব নখ একত্র করলে লম্বায় দাঁড়ায় ৯ মিটার। সব থেকে লম্বা নখ ছিল তার বাঁ-হাতের বুড়ো আঙুলে। এই নখের জন্যই বিশ্ব রেকর্ড গড়েন ভারতের পুনের বাসিন্দা শ্রীধর চিল্লাল। জানা যায়, শ্রীধর চিল্লালের […]