কুমিল্লায় দায়ের করা হত্যা ও নাশকতার দুইটি মামলায় বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা জামিন আবেদন ছয় মাসের জন্য মঞ্জুর করেছেন হাইকোর্ট। তবে নড়াইলের মানহানির অপর একটি মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন।
সোমবার (২৮) সকালে বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে কুমিল্লায় বাসে অগ্নিসংযোগ করে হত্যার অভিযোগে করা মামলায় বিএনপি চেয়ারপারসনের জামিন আবেদনের ওপর গত বৃহস্পতিবার (২৪ মে) শুনানি শেষ হয়। রোববার (২৭ মে) এ মামলায় জামিন আবেদনের ওপর আদেশ দেয়ার দিন ধার্য থাকলেও পরবর্তীতে সোমবার আদেশের দিন নির্ধারণ করা হয়। এছাড়া কুমিল্লায় অপর একটি নাশকতার মামলা এবং নড়াইলে মানহানির মামলার জামিন আবেদনের শুনানি শেষে সোমবার আদেশের দিন ধার্য করেন আদালত।