ডেস্ক নিউজ: রাজধানীর কুর্মিটুলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের ঘটনা ন্যাক্কারজনক ও লজ্জাজনক উল্লেখ করে সাধারণ শিক্ষার্থীরা বলছেন, ‘আমরা ভাবতে পারিনি আমাদের কারো বোন, বান্ধবীর ধর্ষণের বিচার চেয়ে রাজপথে দাঁড়াতে হবে।’
সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যায়ের রাজু ভাস্কর্যের সামনে ধর্ষণের প্রতিবাদ ও এর সর্বোচ্চ শাস্তির দাবিতে এক মানবববন্ধন শিক্ষার্থীরা এসব কথা বলেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দের ব্যানারে তারা ক্যাম্পাসে মিছিল করেন।
শিক্ষার্থী শামসুল আরেফিন বলেন, ‘ঐতিহাসিক রাজু ভাস্কর্যের সামনে আমরা অনেকবার দাঁড়িয়েছি। আজ আমাদের এখানে কোনো নারীকে সংবর্ধনা বা নারী কীভাবে এগিয়ে যাবে সে বিষয়ে কথা বলার দরকার ছিল। কিন্তু লজ্জার সঙ্গে বলতে হচ্ছে ঢাবির একজন নারী শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে। তার বিচারের দাবিতে আমরা এখানে দাঁড়িয়েছি।’
তিনি বলেন, ‘এখানে অনেকবার দাঁড়িয়েছি। কিন্তু আমাদের কারো বান্ধবী বা বোনের ধর্ষণের বিচারের দাবি জানিয়ে দাঁড়াতে হবে তা ভাবিনি।’
শিক্ষার্থী আফনানা আক্তার বলেন, ‘এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি। এর বিচার না হওয়া পর্যন্ত আমরা বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম থেকে বিরত থাকব।’
প্রসঙ্গত, রাজধানীর কুর্মিটোলা এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থীকে ধর্ষণের শিকার হন। রোববার রাতে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।