মুহাম্মদ ছাবির উদ্দিন রাজু কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কুলিয়ারচরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ডাকাত দলের ৩ সদস্যকে আটক করেছে কুলিয়ারচর থানা পুলিশ। সোমবার দিবাগত রাত অর্থাৎ মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাত আনুমানিক দেড়টার দিকে ভৈরব- কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের দ্বাড়িয়াকান্দি কান্দিগ্রাম কাঠালতলী নামক স্থানে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদ পেয়ে কুলিয়ারচর থানার এসআই মো. মনিরুজ্জামান ফোর্স নিয়ে ওই স্থানে অভিযান চালিয়ে দেশীয় ও চাইনিজ অস্ত্রসহ ডাকাত দলের ৩ সদস্যকে আটক করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের ৮/১০ জন সদস্য পালিয়ে যায়। আটককৃতরা হলো, কুলিয়ারচর পৌর এলাকার তাতারকান্দি মহল্লার মো. আউয়াল মিয়ার ছেলে মো. স্বপন মিয়া (২৪), মো. আবু কালাম মিয়ার ছেলে মো. রাতুল (২২) ও সিতা লাল মিয়ার ছেলে মো. রিয়াজ উদ্দিন(২২)। এই ব্যাপারে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আটককৃত ডাকাত দলের ৩ সদস্যের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি আইনে মামলা রুজু করে তাদেরকে কিশোরগঞ্জের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Related Articles
পুলিশের ধাওয়া খেয়ে ট্রাকের চাপায় চালকের সহকারী নিহত
নিজস্ব প্রতিবেদক : ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে সিদ্ধিরগঞ্জ হাইওয়ে পুলিশের ধাওয়া খেয়ে ট্রাকের সাথে চাপা খেয়ে অপর একটি ট্রাকের চালকের সহকারী নিহত হয়েছে। রোববার বিকেলে শিমরাইল ট্রাক স্ট্যান্ডের সামনে এ ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন সোহান মিয়া সিদ্ধিরগঞ্জের সাইলোগেইট এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। তার গ্রামের বাড়ি ফেনী জেলার দাগনভুইয়া থানার জগৎপুর গ্রামে। এ ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা গাড়ি […]
নরসিংদী জেলা পরিষদ হইতে কবর স্থানের নামে টাকা উত্তোলন করে আত্নসাৎ
রাজু মিয়া,স্টাফ রিপোর্টার : নরসিংদী শিবপুর থানা অধীন বাঘাবর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড খুনকোট এর বর্তমান মেম্বার আঃ কুদ্দুস ও তার সহযোগী আমজাদ ও ওসমান এলাকায় কবরস্থান করে দিবে বলে জেলা পরিষদ থেকে অনুদান নেয় মোট এক লক্ষ টাকা। এর পরিপ্রেক্ষিতে এলাকার কবরস্থানে আংশিক কাজ করে। আর বাদ বাদী টাকার কোন হিসাব দিতে পারে নাই। […]
ভৈরবে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ ছাবির উদ্দিন রাজু : কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ জিল্লু মিয়া‘কে ভৈরব থানার কমলপুর আমলাপাড়া এলাকা হতে গ্রেফতার করেছেন র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প। “বাংলাদেশ আমার অহংকার” এই শ্লোগান নিয়ে জন্ম হয় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর। প্রতিষ্ঠালগ্ন থেকে র্যাব বাংলাদেশের মানুষের কাছে আস্থা ও বিশ্বাসের প্রতীক। […]