জয়নাল আবেদীন রিটন, বিশেষ প্রতিনিধি ॥
কিশোরগঞ্জের কুরিয়ারচরে একটি অবৈধ সিগারেট কারখানা থেকে অবৈধ সিগারেট ও বিপুল পরিমান অবৈধ ষ্ট্যাম্পসহ তিনজনকে অঅটক করেছে র্যাব-১৪ সিপিসি -৩ ভৈরব ক্যাম্প সদস্যগণ। আটককৃতরা হলো : ময়মনসিংহের নান্দাইল থানাধিন নরেন্দ্রপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মাহমুদ আলম (৩৫), নীল ফামারী জেলার সৈয়দপুর থানাধিন অফিসার্স কলোনীরমৃত আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ ইকবাল হোসেন (৪০) ও বান্দরবান জেলার লামা থানাধিন আজিজ নগর গ্রামের মৃত নাসির আহম্মেদের ছেলে শাহরিয়ার আহমেদ ( ৪৬) । উল্লেখিত অবৈধ সিগারেট কারখানায় সোমবার মধ্যরাতে এ অভিযান চালানো হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এডি চন্দন দেবনাথ এর নেতৃত্বে কুলিয়ারচর এলাকাধিন বাদাম মিল “হেরিটেজ টোব্যাকো” কোম্পানীতে অভিযান চালায়। একটি অবৈধ ব্যবসায়ী চক্র দীর্ঘদিন যাবত নিয়মিত সরকারী শুল্ক ফাঁকি দিয়ে জাল শুল্ক কর পরিশোধ স্ট্যাম্প ব্যবহার করে অবৈধভাবে সিগারেট তৈরী করে দেশের বিভিন্ন জেলা উপজেলায় পাইকারি ও খুচরা বিক্রয় করে আসছিল। উক্ত অভিযানে কোম্পানীর ষ্টোর রুম হতে (ক) ৫০০০ প্যাকেট MAXO সিগারেট, (খ) ১৪৮৯ প্যাকেট CITI Slim সিগারেট, (গ) ৫০০ প্যাকেট GURO GOLD সিগারেট, (ঘ) ৪,৫০,০০০ টি ২০ সলাকা প্যাকেটে ব্যবহৃত জাল শুল্ক কর পরিশোধিত সিগারেট স্ট্যাম্প, (ঙ) ২,২৫,০০০ টি ১০ সলাকা প্যাকেটে ব্যবহৃত জাল শুল্ক কর পরিশোধিত সিগারেট স্ট্যাম্প উদ্ধার করা হয়। এ ব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানায় মামলা দায়ের করা হয়েছে।