মুহাম্মদ ছাবির উদ্দিন রাজু, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ দশম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ষষ্ঠ ধাপের তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৩১ জানুয়ারি সারাদেশের ন্যায় কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনী তফসিল ঘোষণা হওয়ার পর থেকে রামদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রার্থীতা ঘোষণা দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কোমর বেধেঁ ভোটের মাঠে লড়াইয়ে নেমেছেন কুলিয়ারচর উপজেলা প্রেসক্লাবের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক, জাতীয় দৈনিক খোলা কাগজ ও স্থানীয় দৈনিক আমার বাংলাদেশ এর কুলিয়ারচর উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোছা. শুভ্রা। রামদী ইউনিয়নের অনন্ত মনোহরপুর রায়ান গ্রামের সুফি সাধক শাহ্ মুহাম্মদ লূৎফর রহমানের দ্বিতীয় কন্যা সকলের চেনা মুখ সাংবাদিক মোছা. শুভ্রা এ নির্বাচনকে ঘিরে ইতোমধ্যেই তাঁর নির্বাচনী এলাকার প্রায় প্রতিটি গ্রামে ও পাড়ায় পাড়ায় গিয়ে গণসংযোগ করে ভোটারদের খোঁজ খবর নিচ্ছেন। চেষ্টা করছেন মানুষের সুখে দুঃখে পাশে থাকতে। নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে সাংবাদিক মোছা. শুভ্রা তার সহকর্মী সাংবাদিকদের বলেন, আমি একজন সংবাদকর্মী হিসেবে কাজ করার সুবাদে মানুষের সমস্যাবলী খুব কাছ থেকেই দেখে আসছি। তৃনমূল পর্যায়ের জনপ্রতিনিধি, বিশেষ করে মেম্বার ও চেয়ারম্যানদের কাছে মানুষের প্রত্যাশা কি তা উপলব্ধী করার চেষ্টা করেছি। আর এই জন্যই আমার নির্বাচনে অংশ নেওয়া। মহান আল্লাহ পাক যদি রহমত করেন তবে আমি সর্ব অবস্থায় মানুষের সুখে দুঃখে তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। এ নির্বাচনকে ঘিরে রামদী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য প্রার্থীরাও তাঁদের নিজেদের প্রস্তুতি গ্রহনের পাশাপাশি গণসংযোগ করে ভোটারদের মন জয় করার চেষ্টা করে যাচ্ছে। উল্লেখ্য, গত শনিবার (১৮ নভেম্বর) বিকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে ঘোষিত তফসিল অনুযায়ী ৬ষ্ঠ ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩ জানুয়ারী। মনোনয়নপত্র যাচাই-বাছাই ৬ জানুয়ারী, প্রত্যাহারের শেষ দিন ১৩ জানুয়ারী। আর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৩১ জানুয়ারী।
Related Articles
বাসে আগুনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে আ. লীগ-স্বেচ্ছাসেবক লীগ
নিজস্ব প্রতিনিধি: রাজধানীর বিভিন্নস্থানে ৭টি বাসে আগুন দেওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছেন আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল করেন দলের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিল থেকে আগুন দেওয়ার ঘটনায় বিএনপিকে দায়ী করে নেতারা বলেন, শান্তিপূর্ণ পরিস্থিতি অস্থিতিশীল করার ষড়যন্ত্র করলে রাজপথে […]
ভৈরবে মহান বিপ্লব ও সংহতি দিবস উৎযাপিত
মোঃ ছাবির উদ্দিন রাজু, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ ভৈরব উপজেলা ও পৌর বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠন সমূহের উদ্দ্যোগে যথাযোগ্য মর্যাদায় উৎযাপিত হয়। ভৈরব উপজেলা বিএনপির আহবায়ক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও পৌর বিএনপির সদস্যসচিব মজিবুর রহমানের সঞ্চালনায় ভৈরব কমলপুরস্ত বিএনপি অস্থায়ী কার্যালয়ে ( শরীফুল আলমের ডাক বাংলো) ৭ ই নভেম্বরের তাৎপর্য তুলে ধরে সকাল ১০ টায় […]
আ.লীগকে কীভাবে কথা শোনাতে হয় সে ব্যবস্থা করব
সিনিয়র প্রতিবেদক: ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে কীভাবে কথা শোনাতে হয় সে ব্যবস্থা আমরা এক সময় করব বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শনিবার (১৮ মে) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা ও মুক্তির বিষয়ে এভাবে সংবাদ […]