মো: নুরুন্নবী ভুঁইয়া, কুলিয়ারচর, (কিশোরগঞ্জ):
চতুর্থ পর্যায়ে ভিডিও কনফারেন্স মাধ্যমে অসহায় দরিদ্র ভুমিহীন -গৃহহীন পরিবারের মাঝে ভুমি ও গৃহ কার্যক্রম শুভ উদ্ভোধন করেন, মানবতার সেবক দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় ২২ই মার্চ রোজ বুধবার বেলা ১০ঘটিকায় সময় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা কনফারেন্স হল রুমে ভুমিহীন -গৃহহীন পরিবারের মাঝে ভুমি ও গৃহ বিতরণকৃত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্টানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম লুনার সভাপতিত্বে। এ সময় সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) সিমন সরকার, কুলিয়ারচর থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ নুরে আলম, জেলা পরিষদের সদস্য আব্দুস সাওার মাষ্টার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: উমর ফারুক, সমাজ সেবা কর্মকর্তা আবুল খায়ের, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলতাফ হোসেনসহ সরকারি – বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, সকল শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক- শিক্ষিকাগন,সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন,সুশীল সমাজের ব্যাক্তিবর্গ ও অভিজ্ঞ মহল, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ, উপকার ভোগী ও অন্যন্য প্রমুখ।