মোঃ ছাবির উদ্দিন রাজু, ভ্রাম্যমান প্রতিনিধিঃ
তারিখ ঃ ১৭ সেপ্টেম্বর ২০২১ খ্রিঃ।কিশোরগঞ্জ ভৈরব থেকে ১০ কেজি গাঁজা‘সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প ।
১৭ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখ সকাল আনুমানিক ০৭.৫৫ ঘটিকায় র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প,কিশোরগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন মিন্টু মিয়ার ফিলিং স্টেশনের সামনে ঢাকা- সিলেট মহাসড়কের ঢাকা গামী লেনের উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোঃ আব্বাছ হাওলাদার (৩২), ২। মোঃ সুজন (৩৮)। এসময় ধৃত আসামীদের নিকট হতে (ক) ১০(দশ) কেজি মাদকদ্রব্য গাঁজা, (খ) ০১ টি পিকআপ (চাবি কাগজপত্র ৩ কপি) সহ উদ্ধার করে জব্দ করা হয়।
ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবত ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যাক্তির কাছে বিক্রয় করে বলে ধৃত আসামীরা স্বীকার করে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।