মো:আশরাফ আলী বাবু,চীফ রিপোর্টার: কিশোরগঞ্জের ভৈরবে ছিনতাইকারী বাপ্পী (১৯) হত্যা মামলার প্রধান আসামি আরেক ছিনতাইকারী জুটনকে (২২) গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে শহরের বঙ্গবন্ধু রোডের ভৈরবপুর দক্ষিণপাড়ার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঝুটন ছিনতাইয়ের ঘটনাসহ বাপ্পীকে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। পরে তাঁকে বিকেলে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়। পুলিশ জানায়, গত ১৩ আগস্ট বিকেলে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ভৈরব রেলওয়ে সেতু এলাকায় বেড়াতে আসে উপজেলার শিবপুর ইউনিয়নের জামালপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে আরিফুর রহমান, তার ছোট বোন আফরিন, প্রতিবেশী গোলাপ মিয়ার মেয়ে তানজিলা এবং জ্ঞাতি ভাই ছনছাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে সাগর (২০)। বেড়ানোর একপর্যায়ে বিকেল ৪টার দিকে তারা রেলওয়ে সেতু এলাকায় রেললাইনের পাশ দিয়ে হাঁটার সময় কয়েকজন ছিনতাইকারী তাঁদের ছুরিকাঘাত ও মারধর করে সঙ্গে থাকা তিনটি দামি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি সোনার চেইন ও এক হাজার ২০০ টাকা ছিনিয়ে নেয়। তাঁদের সব কিছু ছিনিয়ে নেওয়ার পর ছিনতাইকৃত সোনার চেইন ও দামি মোবাইল ফোনসেট কে নেবে-এই নিয়ে ছিনতাইকারী চক্রের সদস্যদের মধ্যে ঝগড়া শুরু হয়। এ সময় বাপ্পী চেইনটি জোর করে নিতে চাইলে অপর ছিনতাইকারীরা তাঁর গলায় ছুরিকাঘাত করে মালামাল নিয়ে পালিয়ে যায়। পরে শিক্ষার্থীদের চিৎকার চেচামেচিতে স্থানীয় লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেয়। পুলিশ বাপ্পীর দেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ছিনতাইকালে ছিনতাইকারীদের ছুরিকাঘাত ও কিল-ঘুষিতে আরিফুর রহমান, তার ছোট বোন আফরিন বেগম, প্রতিবেশী তানজিনা ও সাগর আহত হন। আহতদের মধ্যে আরিফুর রহমানকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আফরিন ও তানজিনা ভৈরবের জামালপুর টেকনিক্যাল স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী আর সাগর ভৈরব হাজী আসমত কলেজের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের শিক্ষার্থী বলে জানান তাঁরা। খবর পেয়ে নিহত বাপ্পীর বাবা শহরের আমলাপাড়া এলাকার মোবারক মিয়া এসে ছেলের লাশ শনাক্ত করেন। পরে এই ঘটনায় মোবারক মিয়া বাদী হয়ে ছিনতাইকারী জুটনকে প্রধান আসামি করে অপর চারজনের বিরুদ্ধে ভৈরব রেলওয়ে থানায় একটি হত্যা মামলা করেন। ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ জানান, গ্রেপ্তার হওয়া জুটন এলাকার চিহ্নিত ছিনতাইকারী। তাঁর বিরুদ্ধে ভৈরব থানায় একাধিক অপরাধের মামলা রয়েছে। তিনি তাঁর সহযোগী ছিনতাইকারী বাপ্পীকে খুনের কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। ঘটনার সঙ্গে আরো পাঁচ-ছয়জন জড়িত ছিল বলে তিনি পুলিশকে জানিয়েছেন। এক মাস চেষ্টার পর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয় বলে জানান তিনি।
Related Articles
রওশন এরশাদের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এমপি মুজিবুল হক চুন্নু
মোঃ ছাবির উদ্দিন রাজু ভ্রাম্যমান প্রতিনিধিঃ জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক, বিরোধীদলীয় নেত্রী ও ময়মনসিংহ -৪ আসনের এমপি বেগম রওশন এরশাদের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দলটির মহাসচিব এডভোকেট মুজিবুল হক চুন্নু। ৫ নভেম্বর (শুক্রবার) সন্ধ্যায় একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে রওশন এরশাদকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক নেওয়া হয়। সেখানকার বামরুনগ্রাদ হাসপাতালে তাঁর চিকিৎসা হবে। জাতীয় পার্টির (জাপা) […]
বিশ্বের সকল দেশ এক্ই সময় যেন ভ্যাকসিন পায়: জাতিসংঘে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনে ভার্চুয়াল ভাষণে বলেছেন, আশা করা হচ্ছে বিশ্ব শিগগিরই কোভিড-১৯-এর ভ্যাকসিন পাবে। এই ভ্যাকসিনকে বৈশ্বিক সম্পদ হিসেবে বিবেচনা করা প্রয়োজন। সব দেশ যাতে এই ভ্যাকসিন সময়মতো এবং একইসঙ্গে পায় তা নিশ্চিত করতে হবে। কারিগরি জ্ঞান ও মেধাসত্ব প্রদান করা হলে, এই ভ্যাকসিন বিপুল পরিমাণে উৎপাদনের সক্ষমতা বাংলাদেশের রয়েছে। […]
ভুল চিকিৎসায় যুবক মৃত্যু প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন
সোহেলুর রহমান, ভৈরব প্রতিনিধি ॥ কিশোরগঞ্জের ভৈরবে ভুল চিকিৎসার শিকার হয়ে জুয়েল নামে এক যুবক নিহতের প্রতিবাদে ও বিচারের দাবীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা। আজ রোববার সকালে স্থানীয় ব্যবসায়ীদের উদ্যোগে মেঘনা ফেরিঘাট এলাকা থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে শহরের ঢাকা-সিলেট মহাসড়কের দুর্জয় মোড়ে অবস্থান নেয় তারা। ফলে সকাল ১০টা থেকে ১১টা […]