আশরাফ আলী বাবু,চীফ রিপোর্ট: কিশোরগঞ্জের কুলিয়ারচরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় এক কৃষকের বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে নগত টাকা সহ ৩টি গরু, ধান, পাট, শুকনো মরিচ ও বিভিন্ন কৃষি দ্রব্রাদী পুড়ে ছাঁই হয়ে যায়। এসময় আগুনে ১টি গরু সহ ২ জন আহত হয়। গত ৩১ আগষ্ট শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার বীর কাশিমনগর গ্রামের মৃত আঃ মান্নানের পুত্র কৃষক মোঃ আলাল উদ্দিনের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ১ সেপ্টেম্বর দুপুরে সরেজমিনে ওই কৃষকের বাড়িতে গিয়ে কথা হয় তার মেয়ে কলেজ ছাত্রী সুরাইয়া আক্তারের সাথে । তিনি জানান, অগ্নিকান্ডের ঘটনায় তাদের ১টি বসত ঘর, ১টি গোয়াল ঘর, পাক ঘর সহ নগত প্রায় ১ লক্ষ টাকা, ৩টি গরু, ২’শ মণ ধান, ৩০ মণ পাট, ২০ মণ শুকনো মরিচ ও বিভিন্ন কৃষি দ্রব্রাদী পুড়ে ছাঁই হয়ে যায়। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়। অপর দিকে আগুনে পুড়ে ১টি গরু সহ তার পিতা আলাল উদ্দিন (৬০) ও ছোট ভাই স্কুল ছাত্র তৌহিদ (১৪) গুরুতর আহত হয়। খবর পেয়ে কুলিয়ারচর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে প্রায় ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনলেও ততক্ষনে ঘর, গরু ও নগদ টাকাসহ জিনিসপত্র পুড়ে ছাঁই হয়ে যায়। এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ওই কৃষককে উদ্ধার করে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকাৎসার জন্য পরদিন ১ সেপ্টেম্বর ঢাকা পিজি হাসপাতালে প্রেরণ করেন। অপর দিকে অগ্নিদগ্ধ কৃষক পুত্র তৌহিদকে উদ্ধার করে স্থানীয়ভাবে কবিরাজি চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয় সালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোঃ মাহবুবুর রহমান ও বীর কাশিমনগর এফ ইউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রিয়াজুল করিম বলেন, আলাল উদ্দিন অত্র এলাকার একজন বড় মাপের কৃষক। তার এ ক্ষতি পূরণ হওয়ার নয়। তারা ওই কৃষক ও তার পুত্রের চিকিৎসার সু ব্যবস্থা করা সহ তাদ
Related Articles
ভৈরবে র্যাবের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা
মো: শাহনূর, ভৈরব প্রতিনিধি : ভৈরবে ৩টি সেমাই ও ১টি মুড়ি ফেক্টরীতে অভিযান চালায় র্যাব। অভিযানে ৪টি কারখানাকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা করেন র্যাবের ভ্রাম্যম্যান আদালত । র্যাব- ১৪, ভৈরব ক্যাম্পের সিনিয়র সহকারি পরিচালক চন্দন নাথের নেতৃত্বে নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার ( ভূমি) মো ঃ আনিসুজ্জামান। শহরের পঞ্চবটি […]
দ্বিতীয় বারের মত শ্রেষ্ঠ সমবায় পুরষ্কার পেল জনসেবা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ
সমাধান ডেস্কঃ কিশোরগঞ্জ জেলা ও ভৈরব উপজেলার শ্রেষ্ঠ সমবায় পুরষ্কার ২০২০ দ্বিতীয় বারের মত জিতে নিল জনসেবা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ। ৭ নভেম্বর শনিবার সকালে ৪৯তম জাতীয় সমবায় দিবসে কিশোরগঞ্জ জেলা শ্রেষ্ঠ সমবায় পুরষ্কারটি গ্রহণ করেন উক্ত প্রতিষ্ঠানের সভাপতি মোঃ ফারুক আহমেদ এবং একই সময়ে ভৈরব উপজেলা শ্রেষ্ঠ সমবায় পুরষ্কারটি গ্রহণ করেন উক্ত […]
ভৈরবে সমাজ কল্যান যুব সংগঠন এর উদ্যোগে হত দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
এম আর ওয়াসিম: ভৈরবের কালিকাপ্রসাদ ইউনিয়নের চকবাজারে আজ বিকাল ৪ ঘটিকায় প্রতিবারের ন্যায় ঈদুল আযহা উপলক্ষে হত দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। কালিকাপ্রসাদ”সমাজ কল্যান যুব সংগঠন” এর উদ্যোগে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন,ভৈরব উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু। এসময় বিশিষ্ঠ্য চিকিৎসক ভৈরব ডক্টরস্ ক্লাবের সভাপতি ডাঃ […]