আন্তর্জাতিক ডেস্ক : প্রায় দুদিন পেরিয়ে যাওয়ার পর পাকিস্তান নির্বাচন কমিশন দেশটির পার্লামেন্ট নির্বাচনের ফল আংশিক ঘোষণা করেছে। শুক্রবার দুপুর পর্যন্ত ঘোষিত ফল অনুযায়ী, প্রাক্তন ক্রিকেটার ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এগিয়ে থাকলেও একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি।
পার্লামেন্টের ২৫১টি ঘোষিত আসনের মধ্যে পিটিআই পেয়েছে ১১০টি আসন। পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএন-এন) ৬৩টি আসন পেয়েছে। পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) ঝুলিতে এসেছে ৪২টি আসন। সেই হিসেবে একক বৃহত্তম দল হিসাবে উঠে এসেছে ইমরান খানের পিটিআই। একক সংখ্যাগরিষ্ঠ হিসেবে সরকার গঠনের জন্য ১৩৭টি আসন প্রয়োজন। তবে ফলাফল ঘোষণা বাকী আছে ১৯টি আসনের। সেই সুবাদে শেষ পর্যন্ত সরকার গঠনের জন্য জোটের পথেই হাঁটতে হবে ইমরান খানকে।
তিন প্রধান বড় দলের পরেই নির্দলীয়দের স্থান। জয় পেয়েছে ১২ জন নির্দলীয় প্রার্থী। স্থানীয় দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি ১০টি আসনে জিতেছে মুত্তাহিদা মজলিস-ই-আমল। পাকিস্তান মুসলিম লীগ-কায়েদ পিএমএলএন-কিউএর প্রার্থীরা জিতেছেন পাঁচটি আসনে।
বুধবার পাকিস্তানের পার্লামেন্টের ২৭২টি আসনের ভোট হয়। কিন্তু কোয়েটায় বোমা বিস্ফোরণের জেরে দুটি আসনের ভোটগ্রহণ স্থগিত রাখা হয়।